পদচিহ্ন
অন্ধকারের বক্ষবন্ধনী ছিঁড়ে ফেলো
ছুড়ে ফেলো স্তূপীকৃত যত কালো
নির্মোহ প্রেম ছড়িয়ে দাও ধরণীতে
স্নায়ুতন্ত্রের কোষে কোষে পৌঁছে দাও
আলো
প্রতিটি ভ্রূণ হোক স্বতন্ত্র নক্ষত্র
শতাব্দী বুকে ধরুক তোমার পদচিহ্ন
বিস্ময়ভরা চোখে দেখুক পৃথিবী
তোমার হাতেই মুঠো মুঠো রোদ
মেয়ে, তুমিও আকাশ হতে জানো।
কথার ঘূর্ণিপাকে
কিছু কথা থাকে বুকের গহীনে
কিছু কথা থাকে বোধে
কিছু কথা শুধু চোখের ভাষায়
কিছু কথা প্রতিরোধে
কিছু কথা হয় পাহাড়সমান
কিছু কথা কাব্য-জলের
কিছুকিছু কথা নিটোল প্রেমের
কিছুকথা অন্তরালের
কিছু কথা শুধু প্রতিবাদ নয়
কিছু কথা অধিকার
কিছু কথা মানে হাজার কণ্ঠ
সংগ্রামে দুর্বার
কিছু কথা হয় নকশিকাঁথা
কিছু কথা ধ্রুবতারা
কিছু কথা হয় পলিমাটিসম
কিছুকথা একতারা
কিছু কথা হয় বজ্রকঠিন
কিছু কথা আনে ফাগুন
কিছু কথা স্রেফ বারুদ জেনো
বিস্ফোরণেই আগুন
কিছুকিছু কথা হাতিয়ার হয়
রুখে দিতে অবিচার
কিছুকিছু কথা দুর্গমগিরি
ইতিহাস অনিবার ।
স্বপ্নবাজি
আমরা যারা পাতার ফাঁকে রৌদ্র খুঁজি
মাথার ওপর আকাশটাকে স্বাধীন বুঝি
তারাও জেনো, হতেই পারি অগ্নিগিরি
আলোর খোঁজে নিত্য ভাঙি হাজার সিঁড়ি
আমরা যারা পথের ধুলোয় জীবন আঁকি
বুকের মাঝে আগুনটাকে যত্নে রাখি
তারাও জেনো, কষ্ট লুকোই হাসির তোড়ে
কান্না ভুলে সূর্য দেখি নতুন ভোরে
আমরা যারা দুঃখ কিনি ভালোবেসে
হৃদয় খুঁড়ে রক্ততিলক আঁকছি হেসে
চাইছি ভীষণ সময়টাকে পালটে দেবো
রথেরচাকা উল্টো দিকে ঘুরিয়ে নেবো
সেই আশাতেই দিনের শেষে রাত্রি গুনি
আমরা শুধুই স্বপ্নবাজির স্বপ্ন বুনি!