হরণসংক্রান্তি
এই যে আমাকে নিয়ে মাঝে মাঝে
নিরুদ্দেশ হয়ে যাও,
তা কী জানে না বন-বাদাড়!
কিংবা এই যে একান্তে উজাড়
করে—পাতা ঝরে;
তা মাড়িয়ে,
আমরা দুজন হাঁটি আর অতিক্রম
করি তিন দশকের জমানো পুষ্পপাহাড় !
কাব্যসমিতির চাঁদা
পকেটে আমার দু’আনাও থাকে না।
হাত পাতি।
না—আমার হাত ফিরিয়ে দেন না কাব্যদেবী
বলেন,যার সরস্বতী থাকে
তার লক্ষ্মী থাকে না !
আমি কুড়িয়ে পাওয়া আধুলি
দিয়ে আবার পরিশোধ করি
কাব্যসমিতির চাঁদা!
তোমার হাতের আঙুল আমার
চুলের ভেতর অনেকগুলো
কাব্যনির্মাণের জন্যে রাত্রি পাহারা দেয় !
উপসংহার
যবনিকা নিয়ে নাটক লেখা যায়।
কবিতার কোনো শেষাংক থাকে না।
থাকে না, পর্দা নেড়ে ওঠার ভয়ও।
আমি যে ভয় বুকে নিয়ে
কবিতা লিখি না—
তা তো তুমি জানোই !
তোমার মুষ্ঠিবদ্ধ হাত ধরেই তো
আমি একদিন চড়েছিলাম
আইফেল টাওয়ারের চূড়ায় !
মন্তব্য