এবার বইমেলায় প্রকাশিত হলো তরুণ কথাশিল্পী হারুন পাশার সম্পাদিত ছোটকাগজ ‘পাতাদের সংসার’। এই সংখ্যায় ছোটগল্পই প্রাধান্য পেয়েছে। এরপর সাক্ষাৎকার। সাক্ষাৎকার পর্বটি সাজানো হয়েছে পাঁচটি ভাগে। কথাশিল্পী, প্রাবন্ধিক, কবি, ছড়াকার ও একজন নামকরা চিকিৎসকের রয়েছেন এ পর্বে। সব মিলিয়ে এ অন্যরকম এক আয়োজন।
হারুন তাড়াহুড়ো করে কোনো কাজ করেন না। খুঁটে-খুঁটে পড়ে, লেখা নির্বাচন করার মতো তার ধৈর্য আছে। এ-রকম ধৈর্য না-থাকলে ছোটকাগজ বের করা যায় না। ভালো সম্পাদকও হওয়া যায় না। ‘পাতাদের সংসার’-এর গল্পপর্বে রয়েছে অগ্রজ-অনুজ ১৯ জন গল্পকারের গল্প। গল্প নির্বাচনে হারুনের রয়েছে সংযত দৃষ্টি। গল্পগুলোর বিষয়-বৈচিত্র্য ও শিল্পনৈপুণ্য রুচিবান পাঠককে আকর্ষণ করার কথা।
ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে সমকালীন সংকট, মনোজাগতিক জটিলতা চিত্রিত করার প্রয়াস রয়েছে। গল্পপর্বে গল্পশিল্পীরা হলেন, আনোয়ারা আজাদ, চন্দন চৌধুরী, জয়দীপ দে, জেসমিন মুন্নী, নভেরা হোসেন, পরিতোষ হালদার, পিন্টু রহমান, প্রত্যয় হামিদ, মনজুর শামস, মাসুদ পারভেজ, মোহসেনা হোসেন, মোয়াজ্জেম আজিম, শাহনাজ নাসরীন, শফিক আশরাফ, শিমুল মাহমুদ, শুভাশিস সিনহা, সমীর আহমেদ, হারুন পাশা, হোসনে আরা মণি।
দ্বিতীয় পর্বে রয়েছে সাক্ষাৎকার। এ পর্বেও বৈচিত্র্য আনার চেষ্টা করেছেন হারুন। শিল্পসাহিত্য ও স্বাস্থ্যবিজ্ঞানে অবদান রেখেছেন এমন পাঁচ শ্রেণির ব্যক্তির সাক্ষাৎকার সংকলিত হয়েছে। কথাসাহিত্যিকদের মধ্যে রয়েছেন, হাসান আজিজুল হক, হারুন হাবীব, ইমদাদুল হক মিলন, হরিশংকর জলদাস, জাকির তালুকদার, আহমাদ মোস্তফা কামাল ও অদিতি ফাল্গুনী।
প্রাবন্ধিক হিসাবে সাক্ষাৎকার দিয়েছেন আনিসুজ্জামান, যতীন সরকার, আহমদ রফিক, মাহমুদ শাহ কোরেশী, সৌরেন বিশ্বাস ও শরদিন্দু ভট্টাচার্য।
কবিপর্বে সাক্ষৎকার দিয়েছেন রেজাউদ্দিন স্টালিন, সাকিরা পারভীন প্রমুখ।
এছাড়া, ছড়াকার হাসনাত আমজাদ এবং চিকিৎসক ও গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিষ্ঠাতা কর্ণধার জাফরুল্লাহ চৌধুরী। প্রত্যেক্যের স্ব-স্ব ক্ষেত্রে অভিজ্ঞতার নির্যাসটুকু খুঁড়ে খুঁড়ে বের করে আনার চেষ্টা করেছেন হারুন। সাধারণত ধরেই নেওয়া হয়, ছোটকাগজ প্রথাবিরোধী কিংবা রীতিবিরোধী। কিন্তু সাহিত্য সম্পর্কে সম্পাদকের অভিজ্ঞতা ও ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি এবং পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ না হলে ছোটকাগজ কখনোই কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য নিয়ে উজ্জ্বল হয়ে উঠতে পারে না। হারুনেরও নিশ্চয় একান্ত কোনো দৃষ্টিভঙ্গি রয়েছে, যার প্রতিফলন ঘটাতে চান ‘পাতাদের সংসার’-এ।
বিষয় ও লেখা নির্বাচনের ক্ষেত্রে সব সময় সংযত থাকলেই তার দর্শন প্রতিফলিত হতে পারে। তবে সমকালীন ছোটগল্পের গতিপ্রকৃতি বিষয়ক দুই-তিনটি প্রবন্ধ থাকলে বোধ করি মন্দ হতো না। যেহেতু ছোটগল্পই বেশি গুরুত্ব পেয়েছে, তাই, সাক্ষাৎকার পর্বে শুধু ছোটগল্পকারাই থাকতে পারতেন। অনেক ছোটকাগজের ভিড়ে ‘পাতাদের সংসার’ পাঠকদের কিছু দিতে পারবে এবং ভবিষ্যতেও নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে হাজির হবে, এমন প্রত্যাশা করি।