আমার পাপে আমার পুণ্যে তোমার বলো কী আসে যায়,
দয়াল তুমি আশ্রয় দিও কল্পতরুর শীতল ছায়
আমার পাপে আমার পুণ্যে প্রভু তোমার কী আসে যায়।
হৃদয় আমার বিচারালয়, বিবেক আমার বিচারক
মন হল সেই নাটের গুরু সকল পুণ্যের হন্তারক
সকল শুভর প্রতীক হবে মন ঘোড়া যার লাগাম পায়
আমার পাপে আমার পুণ্যে তোমার বলো কী আসে যায়।
স্বর্গ আমায় লোভ দেখায় গো নরক দেখায় ভীষণ ভয়
মাঝখানে এই প্রেমের সুতো কোথায় বলো কেমনে রয়
কিসের বিচার আইন আদালত প্রেম পুরাণেই ক্ষমা পায়
আমার পাপে আমার পুণ্যে তোমার বলো কী আসে যায়।
মন্তব্য