চিন্তাসূত্র ডেস্ক
বগুড়া (শেরপুর) থেকে প্রকাশিত ছোটকাগজ ‘বামিহাল’ প্রবর্তিত ‘বামিহাল সাহিত্য পুরস্কার-২০২২’ পাচ্ছেন সাত জন। পত্রিকাটির যুগবর্ষ পদার্পণ উপলক্ষে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে।
বামিহালের সম্পাদক রনি বর্মন জানান, জুরিবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কবিতায় শিবলী মোকতাদির, ছোটকাগজ সম্পাদনায় হাবিব ওয়াহিদ ও গবেষণায় জান্নাতুল বাকেয়া কেকাকে বামিহাল সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
একইসঙ্গে চার তরুণ যথাক্রমে কবিতায় লিমুল শাহিন, ছোটগল্পে অঞ্জন আচার্য্য, উপন্যাসে রিপন আহসান ঋতু ও প্রবন্ধে স্বপঞ্জয় চৌধুরীকে বামিহাল তরুণ সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
পুরস্কার হিসেবে থাকবে নগদ অর্থ, ক্রেস্ট, সনদপত্র ও উত্তরীয়। পুরস্কার প্রদানের তারিখ পরবর্তী সময়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
মন্তব্য