চিন্তাসূত্র ডেস্ক
মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু আমাদের অহঙ্কার। সেই গৌরবোজ্জ্বল অহঙ্কারের পতাকা সাহসের সঙ্গে বহন করছেন কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল। কারণ তিনি বাংলাদেশেকে তার বুকের ভেতর নিবিড়ভাবে লালল করেন। শুক্রবার (২৫ মার্চ) রাজধানীর শাহবাগস্থ পাঠক সমাবেশে এক অনুষ্ঠানে বক্তারা এই কথা বলেন।
তারা আরও বলেন, দুলাল কবিতা লেখার পাশাপাশি মুক্তিযুদ্ধ নিয়ে, বঙ্গবন্ধুকে নিয়ে দুর্দিন-দুঃসময় থেকে গবেষণা করছেন। এখনো প্রবাসে থেকে বঙ্গবন্ধু খুনি নূর চৌধুরীকে এককভাবে লড়াই করছেন, অনুসন্ধানী গ্রন্থ লিখছেন, কাজ করছেন কানাডায় মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে। একইসঙ্গে কবিতায় প্রতি নিয়ত পরীক্ষা-নীরিক্ষা করে যাচ্ছেন।
সদ্য সমাপ্ত বইমেলায় তার পাঁচটি নতুন বই ‘পাখিদের অবিবাহিত জীবন, কানাডায় মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু বাংলাদেশ, মেইড ইন চায়না, মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধু: কিশোরসমগ্র, তালগাছ দু’পায় দাঁড়িয়ে’ নিয়ে ‘সাইফুল্লাহ মাহমুদ দুলালের সঙ্গে এক বিকেলের আড্ডা’ শীর্ষক এক মিলন মেলায় লেখক-প্রকাশক-পাঠকদের এক মনোজ্ঞ আসর জমে ওঠে।
অনুষ্ঠানে শিহাব শাহরিয়ারের উপস্থাপনায় আলোচনা করেন কবি কামাল চৌধুরী, ফারুক মঈনউদ্দীন, আসাদ মান্নান, তুষার দাশ, জরিনা আখতার, সিরাজুল ইসলাম মুনির, তপন বাগচী, সাবিনা ইয়াসমিন, মুম রহমান, শিমুল সালাউদ্দিন, বাবলু রহামান, অনুভব আহমেদ, মুজতবা আহমেদ মুরশেদ, আফজাল হোসেন, পারভেজ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে কবির কবিতা আবৃত্তি করেন পাপিয়া খান, ফারজানা মীম, অমিত হাসান, উম্মে হাবীবা ও খালি গলায় সংগীত পরিবেশন করেন গীতিকবি শহিলুল্লাহ ফরাজী। এছাড়া, অনুষ্ঠানে অংশ নেন কবি মুহম্মদ নূরুল হুদা, খান মাহবুব, মোস্তাফা সেলিম।
কবি কামাল চৌধুরী বলেন, দুলালের কবিতার পরিবর্তনটা আমি লক্ষ করেছি, তার তিন মিনিটের কবিতা কাব্যগ্রন্থ থেকে। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে তার কর্মও উল্লেখ করার মতো। দুলালকে আমার শুভেচ্ছা, অভিনন্দন।
আসাদ মান্নান কবিরা কবিতা ও সাহিত্যকর্ম নিয়ে বলেন, অভিবাসী হওয়ার পর দুলালের কবিতার ব্যাপক পরিবর্তন এসেছে। তিনি প্রতি নিয়ত নিজেকে ভাঙছেন, পরীক্ষা-নীরিক্ষা করছেন। তাকে আমাদের আরও কাছে দরকার। দুলাল দ্রুত দেশে ফিরে আসবেন এটা প্রত্যাশা করি।
কবি জরিনা আখতার বলেন, ‘দুলাল আমার দীর্ঘ দিনের প্রতিবেশী। তাকে কাছ থেকে দেখেছি, দূর থেকে দেখেছি। তিনি শুধু ভালো ও পরিশ্রমী লেখকই নন; একজন ভালো মানুষও।’
কথাশিল্পী ফারুক মঈনউদ্দীন বলেন, ‘দুলাল দূর দেশে থাকলেও আমাদের সঙ্গেই থাকেন সব সময় আছেন। তবে আমি কবি নই। কবিতার পাঠক হিসেব তার কবিতা পড়ে নতুনত্ব খুঁজে পাই। দুলালের কানাডায় যাবেন কেনো যাবেন, স্মৃতিগদ্য, কানাডায় খুনি নূর চৌধুরী, কানাডায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে গ্রন্থগুলো খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ।’
সাবিনা ইয়াসমিন মালা বলেন, ‘অনুজ লেখকদের দুলাল ভাইয়ের দরদ, ভালোবাসা, স্নেহ অতুলনীয়। আমি দীর্ঘকাল থেকে তা পেয়েছি এবং লক্ষ করেছি। দূর দেশে গিয়ে তিনি আরও বেশি করে আমাদের অনুভব করেন, দেশকে নিবিড় করে জড়িয়ে রাখেন তার কবিতায়, সাহিত্যকর্মে।’
কবি সিরাজুল ইসলাম মুনির বলেন, ‘দুলাল অত্যন্ত সাহসী মানুষ। তিনি লেখালেখির পাশাপাশি অনেক সামাজিক-রাজনৈতিক কাজ করেন, সাংবাদিকতা করেন। জীবনের হুমকি তুচ্ছ করে টরন্টোতে খুনি নূর চৌধুরীর বাসায় জুতো ঝুলিয়ে দিয়ে সেখানে দাঁড়িয়ে ফেইসবুক লাইভ করেন আবার অর্ধ শতাব্দী আগের কানাডায় মুক্তিযুদ্ধ নিয়ে ঐতিহাসিক দায়িত্ব পালন করেন, করছেন এবং করবেন, তা দৃঢ়ভাবে বলা যায়।’