যে থাকে আমার মনে
এ পথে ধুলো মাখতে এসো
নিমন্ত্রণ রইলো
শিফনের দেয়াল টপকে
কিছুক্ষণ ঘাসের পাটিতে বসো
অপরিচিতা হয়ে আড়ালে দাঁড়িয়ে রবো
কাঁপা ঠোঁটে খেজুর রসের গুড় দানার হাসি রইবে
কথা দিলাম ছুঁতে দেবো না এক মুহূর্তের ভুলেও
প্রেম ও লুকোচুরি গল্প
নরম আঙুলগুলো শকুনের থাবা হয়ে
গলা টিপে ধরে নিঃসঙ্গ বালিশের
কী বিভৎস হুঙ্কারে চমকে উঠে জড়িয়ে ধরে কম্বল
কামড়ে কামড়ে রক্তাক্ত হয় কাদা জলে ডোবানো আবেগ
স্ট্যাপলারে আটকানো প্রেমে ব্যথা ছাড়া কিছু নাই
অথচ
চশমার পাওয়ার বাড়ার মতো নিয়ত বেড়ে চলেছে
ছিদ্র ছিদ্র ভালোবাসা…
একটা প্রতিউত্তর
একটা বুলবুলি ডেকে ডেকে হয়রান
শালিকজোড়া লাফিয়ে চলেছে উঠোনজু্ড়ে
এক কোণে বসে কাঁথায় ফুল তুলছে ঘুঘু
আম গাছের বাকল খুঁড়ে ঘর বানাবে কাঠঠোকরো
অনেক ব্যস্ততা তার
কাকের রেওয়াজে কান পাতা দায়
বেগুন ফুলে ঘর সাজাবে টুনটুনি
বাবুই কেমন গালফুলিয়ে তাকায় এদিক-সেদিক,
তুমি যেদিন ছেড়ে গেলে আমায়,
সেদিন থেকে আমার ভুবন কেবল পাখিময় এক অরণ্য,
পাখিদের কাছে জমা রেখেছি মন-খারাপের খাতা,
প্রতিদিন একটু করে পালকের আদরে
মুছে যাচ্ছে কালো কালিতে লেখা আমার সে মন খারাপ।
যাই হোক তোমাকে দেবো না আমার ঠিকানা,
এই যে তোমার আজ আমায় হন্যে হয়ে খুঁজে ফেরা!
এ এক পরম প্রশান্তি আমার,
ভালোবাসার যন্ত্রণা টুকু পাওয়া হয়ে থাক।
এ তোমাকে দেওয়া আমার সুখের শাস্তি জেনে রাখো।