চিন্তাসূত্র ডেস্ক
সংগঠন বগুড়া লেখক চক্র-২০২১-পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করেছে। শনিবার (৩০ অক্টোবর) সকালে বগুড়া প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এই পুরস্কার ঘোষণা করা হয়।
সংগঠনটি এ বছর ৫টি বিষয়ে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২১’ প্রদান করছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন কবিতায় সরকার মাসুদ, কথাসাহিত্যে মনি হায়দার, লোকসাহিত্যে ড. তপন বাগচী, ছোটকাগজ সম্পাদনায় ‘জলধি’ সম্পাদক নাহিদা আশরাফী ও সাংবাদিকতায় আরিফ রেহমান।
সাংবাদিক সম্মেলনে কথা বলেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সরকারি আজিজুল হক কলেজের ভাইস প্রিন্সিপাল কবি খৈয়াম কাদের, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না ও সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী, অনুশীলন’৯৫ সাংস্কৃতিক গোষ্ঠির সভাপতি মনোয়ারুল ইসলাম, সংগঠনের উগদেষ্টা অ্যাডভোকেট. পলাশ খন্দকার, বগুড়া ইয়ূথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, সংসপ্তক থিয়েটারের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন, বগুড়া নাট্যগোষ্ঠির মীর্জা আহসানুল হক দুলাল।
উপস্থিত ছিলেন কবি সাংবাদিক মামুন রশীদ, বগুড়া লেখক চক্রের সহ-সভাপতি হাবীবুল্লাহ জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক আমির খসরু সেলিম, গণ-সংযোগ সম্পাদক আব্দুর রাজ্জাক বকুল, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম রনজু, নির্বাহী সদস্য ফরহাদ শাহী এবং আবু রায়হান, সদস্য আব্দুল মতিন, সজীব মাহমুদ, আবুল কাশেম প্রমুখ।
বগুড়া লেখক চক্র ১৯৮৮ সালের ১৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৯ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেব পুরস্কার প্রদান করে আসছে। আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর সংগঠনের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কবি সম্মেলনে পুরস্কার প্রাপ্তদের ক্রেস্ট, উত্তরীয় ও সম্মাননাপত্র প্রদান করা হবে।
আরও পড়ুন
এবার ৪ বিষয়ে দেওয়া হবে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার’
বগুড়া লেখক চক্র পুরস্কার গ্রহণ করলেন ৬ বিশিষ্টজন (ভিডিও)