প্রলয়সূত্র-এক
মাথার ভেতর, এক কাঠকুড়ালির বাস
আমি চোখ বুজলেই, অবিরাম ঠুকরে
চলে আর বাইরে দাঁড়িয়ে যায়—দীর্ঘ
একটা গাছ, প্রাসঙ্গিক ভূমি ও আকাশ।
আকাশে শকুন আর আকাশে যমদূত;
‘নিচে কার লাশ?’
প্রলয়সূত্র-দুই.
ঢালু পথ, সবুজ বিছানো।
জলঘোলা ছোট্ট তালাপ।
অসংখ্য সাদা সাদা হাঁস।
অসংখ্য বিকেলের মতো—
শেষ ম্লান তেরছা আলোয়—
ওরা উঠে আসে ঘোলাজল ছেড়ে।
ডানা ঝেড়ে তবুও ডানায়—
অনেকটা সন্ধ্যা মাখিয়ে কেন
হাঁসগুলো খোপে ফিরতেছে?
স্বভাবত খোপের আঁধার,
বাইরে বেরিয়ে এসে
ধীরে ধীরে ইহলোকে বিচূর্ণ ছড়ায়।
ঢালু পথ। জনপদ। ছোট্ট তালাপ।
প্রলয়সূত্র-তিন.
বিবিধ দৃশ্যের মধ্যখানে
আমি নবজাতকের মতো ঘুমিয়ে রয়েছি।
যে—
প্রলয়প্রাপ্ত এই মর্ত্যলোকের ছবি দেখে স্বপ্নে
আর ঘুমের ভেতর গাঢ়—
হাতড়ে হাতড়ে
বিছানায়,
অসহায়
খুঁজে ফিরতেছে
অল্প একটু মা, অন্ধকারে।
আরও পড়ুন: যদি ক্ষমার কথা আসে ॥ মাছুম কামাল
মন্তব্য