চিন্তাসূত্র ডেস্ক
২০২১ সালের বইমেলায় প্রকাশিত হয়েছে রাকিবুল রকির কবিতা বিষয়ক প্রবন্ধের বই ‘কবিতার জানালা।’ প্রিয় বাংলা থেকে প্রকাশিত এই বইয়ে স্থান পেয়েছে মোট আঠারোটি প্রবন্ধ। এইসব প্রবন্ধে মধ্যযুগ থেকে শুরু করে নব্বই দশক পর্যন্ত বিভিন্ন কবির কবিতার নানাদিক আলোচিত হয়েছে।
বইটি ২০২০ সালে প্রিয় বাংলা আয়োজিত পাণ্ডুলিপি পুরস্কার লাভ করেছে। প্রবন্ধের বই ছাড়াও চর্চাগ্রন্থ প্রকাশ থেকে এসেছে রাকিবুল রকি অনুবাদ বই ‘দ্য পাওয়ার অব ইয়োর সাবকনশাস মাইন্ড (মূল: ড. জোসেফ মারফি)।
‘দ্য পাওয়ার অব ইয়োর সাবকনশাস মাইন্ড’ একটি মোটিভেশনমূলক গ্রন্থ। মানুষের অবচেতন মনের ক্ষমতা নিয়ে বইটি লেখা হয়েছে। এছাড়া চর্চা গ্রন্থ প্রকাশ থেকে ২০২০ সালের নভেম্বর মাসে প্রকাশিত হয়েছে আরেকটি অনূদিত বই ‘ম্যানস সার্চ ফর মিনিং’ (মূল : ভিক্টর ই. ফ্রাঙ্কেল)।
এ বইতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের বন্দিশিবিরে কাটানো দুঃসহ জীবনের স্মৃতিচারণ করেছে ভিক্টর ই. ফ্রাঙ্কেল। বলা চলে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বন্দিশিবিরগুলো যে কত ভয়ঙ্কর ছিল, তার একটি প্রামাণ্য দলিল এই বই। বইয়ের প্রথম অংশে বন্দিশিবিরের স্মৃতিচারণ এবং দ্বিতীয় অংশে ভিক্টর ই. ফ্রাঙ্কেল কর্তৃক আবিষ্কৃত চিকিৎসা পদ্ধতির আলোচনা করা হয়েছে।
রাকিবুল রকি তরুণ কবি, প্রাবন্ধিক ও অনুবাদক। কবিতা, গল্প, প্রবন্ধ, অনুবাদ, সম্পাদিত বইসহ তার মোট বইয়ের সংখ্যা ১৪।