স্মৃতিচিহ্নহীন
স্মৃতিহীন প্রেম নাকি বাঁচে না কখনো
বলেছিলে—‘আমাদের কোনো স্মৃতি নেই’
তাই তুমি চলে গেলে দূরে—বহুদূরে
নদীতে জোয়ার এনে আকাশে তুফান
হৃদয়ে বাদল এনে দুচোখে শ্রাবণ
একদিন উড়ে গেলে মেঘের সাম্পানে।
পেছনে ফড়িং কাঁপে—স্মৃতিচিহ্নহীন
ডানা ভেঙে ভুলে যায় বাঁচার সাঁতার
উড়ে আসে ডাকাত বায়স—
ঘাসে ঘাসে লেগে থাকে ডানার পালক।
আমাদের প্রেম ছিল—স্মৃতিচিহ্নহীন
শরীরে শরীর চেনে—চিনেছিলে তাই
হৃদয়ের দাম নেই— ছিল না কখনো?
বলো তবে—
কেমন স্মৃতির কথা বলেছিলে তুমি?
ঝুলছে দুপুর
ঝুলছে দুপুর চার দেয়ালে, ঝুলছে দুপুর মনে
উড়ন্ত মেঘ থমকে তাকায় হঠাৎ তারার বনে।
দুরন্ত রোদ উড়ছে এখন
কারও কি মন পুড়ছে ভীষণ
কেউ কি আবার জ্বলছে প্রেমে কোথাও সংগোপনে?
যায় পুড়ে যায় স্মৃতির নদী সাগর ভুলে যায়
হাওয়ায় হাওয়ায় ভাসলো কি চাঁদ মোমের জোছনায়?
গাছের পাতায় স্বপ্ন দেখে
প্রজাপতি কী দেয় এঁকে
কী উড়ে যায়, কী রেখে যায় কারা সযতনে?
চিনতে যদি মনের বাউল
চিনতে যদি মনের বাউল কাঁদতে কি আর করুণ সুরে
একতারাটা বলতো কি আর চলো রে মন অচিনপুরে?
রাখলি না তুই পথের খবর
পথ হলো তোর শশ্মান-কবর
ওই তুই অন্ধ বলে মরলি শুধু বিরান মাঠে ঘুরে ঘুরে।
আজ যারে তুই হানলি হেলা কাল সে হবে কান্নারে তোর
কেঁদে কেঁদে বুক ভাসাবি, রাতের শেষে আসবে না ভোর।
তাই বলি শোন, ওরে পাগল
ভেঙে দে তোর সকল আগল
সেই পথে চল, যে পথ গেছে মায়া ভুলে অনেক দূরে
রাত চলে যায়
রাত চলে যায়, চাঁদ গলে যায় মেলে না ঘুমের দেখা
হাওয়া ডেকে যায়, চলো ছুঁয়ে যাই ভোরের আলোর রেখা।
মেঘ মেয়ে তাই বউ হতে চায়
তারারা লুকায় কালো জোছনায়
ঘরের দেয়ালে কিসের খেয়ালে কিসের কবিতা লেখা?
হাওয়া ডেকে যায়, চলো ছুঁয়ে যাই ভোরের আলোর রেখা।
শিশিরে ভিজিয়ে কার খোলা পায়ে বাজলো নূপুর বলো
হিমেল বাতাসে আবার কী আসে আবার কে বলে, চলো?
ঘাসের চাদরে গভীর আদরে
কে নেয় জড়িয়ে প্রেমের ভাদরে
উদাস দুপুরে শীতল পুকুরে ছায়া পড়ে কার একা?
হাওয়া ডেকে যায়, চলো ছুঁয়ে যাই ভোরের আলোর রেখা।
রাত জেগেছে রাতের নেশায়
রাত জেগেছে রাতের নেশায় চাঁদ কেন দেয় আলো
একলা ঘরে ঘুম ভেঙেছে যায়নি কেটে কালো।
আমার বাঁশি সুর ভুলেছে বাজে তোমার বাঁশি
ফাগুন এসে বলে গেলো দুঃখ ভালোবাসি।
মিলনে তার আগ্রহ নেই, বিরহে রয় ভালো।
আমি যদি কৃষ্ণ তবে তুমি কি সেই রাধা
যার তরে হায় প্রেমিক পুরুষ নিত্য পড়ে বাঁধা?
নদীর তীরে হৃদয় পোড়ে মন পোড়ে তাই দেখে
চুলের ভিড়ে চোখের পাতা কী দেয় বলো এঁকে?
মোমের আলো নিভলো যদি মনের বাতি জ্বালো।