০১.
ঘুরি ফিরি বন-বাদাড়ে
খুঁজতে আপনারে
বন্ধু আমার আপন ঘরে
পাই না খুঁজে তারে।
ঘুমঘোরে হেরিলাম যারে
জাগিয়া না পাইলাম তারে
ভাবি এখন বারে বারে
দিন বন্ধুর কথা
সে যে দিয়া দেখা প্রাণ-সখা
আছে নিরাকারে।
নিজেকে চিনি না আমি
চেনাও তুমি ভবস্বামী
অপার হয়ে আছি নামি
নিদান ভবপারে
ডাকি তোমায় বারে-বারে
পার করো আমারে।
০২.
সুখে কি আর থাকতে পারি
তোমায় ছেড়ে দূরে
তুমি মান করে গিয়াছ ছেড়ে
তবু আছ হৃদয়পুরে।
ক্ষণে ক্ষণে মনে পড়ে
ভাবি তোমায় নিরন্তরে
তুমি কি গো আমায় ভাবো না
একা যখন থাকি আমি
চোখের জলে ভাসি আমি
মরি মন আগুনে পুড়ে।
সত্যি আমার হৃদ অনলে
পুড়ছে হৃদয় দাবানলে
তুমি কি তা বুঝতে পারো না
এসে দেখো খুব নিকটে
জ্বলছে আগুন খুব বিকটে
বন্ধু আমার ওরে।
০৩.
রাধায় আইবো কইয়া আইলো না
বইসা রইলাম ঘাটে
ধেনু দলে ঘাস খাইতেছে
পইড়া খিদায় মাঠে।
কইছে তোমার বাজলে বাঁশি
আইবো আমি দিবানিশি
এখন কেনো আইসো না
আমার মন মানে না প্রাণ মানে না গো
বুঝতে নিগূঢ় পাঠে।
ভাবছো রাধে কলঙ্ক হয়
কলঙ্ক কি গায় মাখা রয়
বাদ দাও কথা ওই লোকের
আমি কদম গাছের ডালে বইসা
হেরবো মহা ঠাঁটে।