অনেকেই মনে করেন—পুরস্কার মানেই স্বীকৃতি, সম্মান। তাই পুরস্কার পেলেই তাদের ভালো লাগে। এদিক থেকে সাহিত্য পুরস্কার তো বরাবরই উচ্চমার্গীয়। প্রতিবছরই সাহিত্য জগতে বিশেষ অবদানের জন্য ঘোষিত হয় বিভিন্ন সাহিত্য পুরস্কার। বাংলাদেশের উল্লেখযোগ্য পুরস্কারগুলো হলো—স্বাধীনতা পদক, একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, জেমকন সাহিত্য পুরস্কার, কালি ও কলম পুরস্কার, বগুড়া লেখক চক্র পুরস্কার, দাগ সাহিত্য পুরস্কার ও চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার। এর বাইরে আরও অনেক করপোরেট ও সাহিত্য সংগঠনের পুরস্কার রয়েছে। এসব করপোরেট পুরস্কারের অর্থমূল্যও কম নয়। তবে, বোদ্ধাপাঠক ও লেখকদের কাছে স্বাধীনতা পদক, একুশে পদক, বাংলা অ্যাকাডেমি সাহিত্য পুরস্কারের পরপর ঢাকার বাইরের পুরস্কারের গুরুত্ব অনেক বেশি। যদিও এসব পুরস্কারের বেশিরভাগের সঙ্গেই কোনো অর্থমূল্য যোগ করা হয় না।
২০২০ সাল কেটে গেলো করোনায় বিপর্যস্ত হওয়ার মধ্য দিয়ে। তবু এই ক্রান্তিকালেও পুরস্কার থেমে থাকে না। সরকারি-বেসরকারি-করপোরেট ও সংগঠনের পুরস্কারের আলোচনায় সারাবছরই ছিল মুখরিত। চলুন দেখা যাক, এই বছর কোন পুরস্কার কে পেয়েছিলেন।
স্বাধীনতা পুরস্কার
২০২০ সালের স্বাধীনতা পুরস্কারের তালিকায় সাহিত্য ক্যাটাগরিতে এস. এম. রইজ উদ্দিন আহম্মদের নাম ঘোষণা করা হয়। পরে সমালোচনার মুখে তার নাম বাতিল করা হয়।
একুশে পদক
বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদক ২০২০ পেয়েছেন দেশের ২০ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। তারমধ্যে ভাষা ও সাহিত্যে ড. নুরুন নবী, মরহুম সিকদার আমিনুল হক (মরণোত্তর) ও বেগম নাজমুন নেসা পিয়ারি এই পুরস্কার লাভ করেন। গত ২০ ফেব্রুয়ারি ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে একুশে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলা অ্যাকাডেমি সাহিত্য পুরস্কার
২০১৯ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২০ সালের ২৩ জানুয়ারি ঘোষণা করা হয়। এদিন পুরস্কারপ্রাপ্ত ১০ কবি-লেখকের নাম ঘোষণা করে প্রতিষ্ঠানটি। ২০২০ সালের ০২ ফেব্রুয়ারি বাংলা একাডেমি আয়োজিত মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে লেখকদের হাতে পুরস্কার তুলে দেন।
২০১৯ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্তরা হলেন কবিতায় মাকিদ হায়দার, কথাসাহিত্যে ওয়াসি আহমেদ, প্রবন্ধ ও গবেষণায় স্বরোচিষ সরকার, অনুবাদে খায়রুল আলম সবুজ, নাটকে রতন সিদ্দিকী, শিশুসাহিত্যে রহীম শাহ, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে রফিকুল ইসলাম বীর উত্তম, বিজ্ঞান বা কল্পবিজ্ঞানে নাদিরা মজুমদার, আত্মজীবনী, স্মৃতিকথা বা ভ্রমণে ফারুক মঈনউদ্দীন এবং ফোকলোরে সাইমন জাকারিয়া।
বাংলা অ্যাকাডেমি প্রবর্তিত ৪ পুরস্কার
বাংলা অ্যাকাডেমি সাহিত্য পুরস্কার ছাড়াও চারটি পুরস্কার প্রবর্তন করেছে। পুরস্কারগুলো হলো, সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার, কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার, সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ও রবীন্দ্র পুরস্কার। এই বছর চার গুণীব্যক্তিত্ব পেয়েছেন এ পুরস্কার। গত ২৬ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৩তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার চারটি প্রদান করা হয়।
২০২০ সালে রফিক কায়সার পেয়েছেন ‘সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার’, শাহরিয়ার কবির পেয়েছেন ‘কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার’, জুলফিকার মতিন পেয়েছেন ‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার’ এবং অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ পেয়েছেন ‘রবীন্দ্র পুরস্কার’।
বগুড়া লেখক চক্র পুরস্কার
২০২০ সালে সম্মাননাপ্রাপ্তরা হলেন কবিতায় শামীম রেজা, কথাসাহিত্যে আকমল হোসেন নিপু, প্রবন্ধে মোহাম্মদ নূরুল হক, গবেষণায় শামীম রফিক, লিটলম্যাগ সম্পাদনায় এজাজ ইউসুফী ও সাংবাদিকতায় জে এম রউফ। তাদের উত্তরীয়, কবি ব্যাগ, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন কবি বজলুল করিম বাহার। তবে, আকমল হোসেন নিপুর অনুপস্থিতিতে তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন কবি মুজাহিদ আহমেদ।
আনন্দ আলো-গোলন্দাজ সাহিত্য পুরস্কার
পুরস্কারটি পেয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান উদ্যোক্তা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার
গত ১২ নভেম্বর বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হয় হাসনাত আবদুল হাই এবং নাহিদা নাহিদের হাতে।
জেমকন সাহিত্য পুরস্কার
২০২০ সালে জেমকন তরুণ কবিতা পুরস্কার পেয়েছেন তরুণ কবি হাসনাইন হীরা। জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার যৌথভাবে পেয়েছেন জব্বার আল নাঈম এবং ধ্রুপদি রিপন। আর জেমকন সাহিত্য পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক মাসরুর আরেফিন।
চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার
চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার-২০২০ প্রাপ্তরা হলেন কবিতায় বীরেন মুখার্জী, কথাসাহিত্যে হামিদ কায়সার, সার্বিক সাহিত্যে কবি ও সম্পাদক জামসেদ ওয়াজেদ, গবেষণা সাহিত্যে জাহাঙ্গীর হোসেন, শিশুসাহিত্যে মকবুল হামিদ, সংগীতে আশিক কবির, শিক্ষায় আজমল হোসেন চৌধুরী ও বাচিকশিল্পে তানজিনা তাবাচ্ছুম।