চাহনি
মৃণালের এই চাহনি,
সাগরের অতল তলে নীলাম্বরীর তলে
হারিয়ে গেছে, এই দৃশ্যপট যেন নাহি
ভাসে স্নেহের জল, তলিয়ে যেন নাহি
যায় বেলাভূমির শেষ চরণে, আধো আধো
ধূপছায়ায় বিলীন করো না আমাকে,
এই সুচাহনি আমাকে ঝলসিত করে।
মাঝিওয়ালি
ছাদেকা তুমিই ভাগ্যবতী
নদী তোমাকে বুক পেতে দিয়েছে প্রতিদিন
তুমি মাঝিওয়ালি নও তো, প্রেমিকা।
অথচ আমি নদী-নন্দিনীর বুকে মাথা
পেতে দিতে পারিনি কখনো, কাঁকড়া
নদী তোমাকে অনেক দিয়েছে মাঝিওয়ালি।
তুমি
মাস খানেক পর
নিজে থেকে ডেকেছিলে,
আমি বিষাক্ত নদীর জলের
মতন ফুঁপে উঠেছি।
জমানো অভিমানে
জিজ্ঞাসা করা হলো না,
কেমন আছ?
বিষখালী নদী,
আমাকে ছেড়ে দেওয়ার প্ররোচনা দেয়
আমার নিঃশ্বাসে এখন শুধুই বিষ,
এখন আমার প্রেম শুধু নদীর বুকেই
জমানো আছে।
মন্তব্য