চিন্তাসূত্র ডেস্ক
না-ফেরার দেশে চলে গেলেন কবি, গবেষক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মনজুরে মওলা। রোববার (২০ ডিসেম্বর) ৮০ বছরে বয়সে তিনি মৃত্যুবরণ করেন। বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান ও মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
১৯৪০ সালের ১ অক্টোবর জন্মগ্রহণকারী মনজুরে মওলা পেশাজীবনে ছিলেন সরকারি কর্মকর্তা। বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন। ১৯৮২ সালের ৩১ ডিসেম্বর থেকে ১৯৮৬ সালের ১১ মার্চ পর্যন্ত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক।
তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে, ‘সুচিত্রা সেনের জন্য’, ‘অল্প একটু রবীন্দ্রনাথ’, ‘বাংলাদেশের কবিতা (১৯৪৭-২০১৭), ‘তুমি’, ‘কী উত্তর দেবো’, ‘আমি নাই’, ‘নির্বাচিত মনজুরে মওলা’, ‘বাঘ, ভূত বেড়াল ও মশা’,‘পঁচিশ বচরের প্রেমের কবিতা’, ‘সামান্য মানুষ আমি’, ‘রবীন্দ্রনাথ: রোগশয্যায়’, ‘বন্দনা বৃষ্টির’, ‘কবি ও খুনি’ ও ‘একটি কবিতা: এলিয়েট, রবীন্দ্রনাথ ও আরও দুজন’।
সাহিত্যে বিশেষ অবদানের জন্য পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার।