মাটির মাছ
কালারফুল দুপুরে
একটি ঘর
নির্জন শাড়ি পরে বসে থাকে পুকুর পাড়ে
মাছদের
লাফঝাঁপ শুনে
শোকেসে সাজানো মাটির মাছ
সাঁতার কাটতে নেমে যাচ্ছে জলে।
ঐশ্বর্য
পাতিলে
আলু-মুলা-শিম আর কাতল মাছের
আগুনবাস শেষে
একটা সুস্বাদু সালুন
ঘরময় দৌড়াদৌড়ি করে ঘ্রাণ
রান্নার শেষের দিকে আসে ধনেপাতা
সালুনের ঘ্রাণ খেয়ে
ছড়িয়ে দেয় নিজের ঘ্রাণ।
নিষ্কৃতি
জোনাকির পিঠে
জ্বলে ওঠা বাসের হেডলাইট দেখে
বাগানে ঝুলে থাকে চাঁদ
আচমকা বাতাসে
বাশঁপাতার মতো ডিগবাজি খেতে খেতে ঝরে যায় অন্ধকার
নীল পাথরের ডিম রেখে
প্লাস্টিকের বন ছেড়ে পালিয়ে যায় একটি পাখি।
মন্তব্য