লাইন অব কন্ট্রোল পার হব বলে পেরিয়েছি ক্ষেত-নদী-মাঠ
সহজ পাঠে সহজ করে নিতে চন্দ্রালোকিত রাতে
ঘোর ভাঙতেই দেখি শত তরবারি তাক
তবে কি ভালোবাসা অন্যায়?
ওই যে কাঁটাতার সুউচ্চ টাওয়ার
স্টেনগান রাইফেল কমব্যাট মানব-মানবী
জোঁকের মতো মগজের শাস চুষে খায় আগুন চোখ বর্শায়
শব্দকে স্ট্রেচারে শুইয়ে হাসপাতালে পাঠায় এ কি বিভৎসতা
করুণার নিচে অব্যয়-উপধায় ত্রাণত্রাতা নীরবে ঘুমায়।
সে তো ললিত চন্দ্রা—চন্দ্রভুখ অমাবস্যার ছায়া ধরে
ঢুকে পড়ে জানালা দিয়ে অপ্রিয় ভাষণে দরজা খুলে দেই
এসো প্রিয় সম্ভাষণে…
আসে নাতো সে—কেবল বুনো বরাহের মতো ঘড়-ঘড় করে…
মন্তব্য