ক্রুশ কাঠখানি এবার তুমি তো আমায় করেছ দান
ক্রুশের ভার দুই কাঁধে নিয়ে গাইছি যে জয়গান।
আঁধারে ঢেকেছ পৃথিবীর সব নিভে গেছে সব বাতি
শঙ্কার জালে গিয়েছি জড়িয়ে ভুলেছি দিবস-রাতি।
তোমার এমন আচার আমরা কখনো তো দেখি নাই
ভাবতাম তুমি সয়ে যাও শুধু আমি পাপ করে যাই।
তবু তুমি কাছে বার বার এসে ধরেছ এ দুটি হাত
তুমিহীনা একা হয়ে পড়ে আছি সাথীরা দেয় না সাথ।
পুনরুত্থিত আলোয় পূর্ণ নবপ্রেম নিয়ে আসবে
সে প্রেমে সবার দুঃখ ঘুচবে, ধরণী আবার হাসবে।
মন্তব্য