জনমের গিঁট
আদমের হয়েছিল পতন যেমন
তেমনি ভেঙেছে বন্ধু আমার স্বপন
তেমনি কেঁদেছি আমি ঘুরেছি প্রচুর
খুঁড়েছি কবর আর হারিয়েছি সুর।
আদম তো পেয়েছিল জান্নাতি টিকিট
আর কেঁদে কেঁদে ফের হাওয়ার দেখা
আমার লেগেছে বন্ধু জনমের গিঁট
জনমের তরে বুঝি এই ছিল লেখা।
হন্তারক
সন্দেহ হয় আজ
পরিচিত মুখ সব
অপরিচিত মনে হয়।
উড়ে যায় বক
পাখির পালক আজ
যেন হন্তারক।
নজর
সবকিছু ঊর্ধ্বমুখী অন্ধকার এক
গোলকধাঁধায় পড়ে ভয়ের উদ্রেক;
কলিজার টুকরোগুলো গলে গলে যায়
আনন্দ উৎসব আজ কার আঙিনায়?
নিরস জীবন কাটে বোকা পুরোহিত
করুণ পেষণে হায়! দহন সংগীত;
সপ্তসুরে বাঁধা মন গণ্ডির ভেতর
চেয়ে দেখি তবু তার কঠিন নজর।
মন্তব্য