এক.
ভোর কী রাত
তোর দুহাত
আটকে আমি
রাখতে চাই,
রাত কী দিন
তুই বিহীন
থাকছি আমি
ভাবাটাই—
দুঃস্বপ্নের
রাত নামায়,
তোকে ছাড়া
এখন আমার
থাকা দায়
থাকা দায়।
দুই.
স্বপ্নে দেখছি
হারিয়ে তোমায়
ফেলছি আমি,
তখন আমার
ছটফটানি
হয়ে গেলো
জানাজানি,
জেনেছে ওই
অন্তর্যামী।
তিন.
হাঁটতে হাঁটতে
ভাবছি তোমার
নাম,
তোমার নামে
করেছিলাম
তুলকালাম।
চার.
মুঠোফোনে
বন্ধু হওয়ার
আমন্ত্রণে
সাড়া দেওয়ার
মতো আমি
করেছি ভুল,
এখন তারই
গুনছি মাশুল।
পাঁচ.
বুকের ভেতর এই যে দহন
রাত পেরিয়ে জানে না মন
ভোর হয়েছে কখন!
জানে শুধু বুকের ভেতর
ওই মায়াবি ছবিটা তোর
করছি খুবই যতন।
মন্তব্য