শাহানারা ঝরনা—কবি-ছড়াকার-ফ্যাশন ডিজাইনার। জন্ম ৯ নভেম্বর। বাবার নাম শামসুদ্দীন মোল্লা, মা শামছুন নাহার। পেশায়, ক্রাফট ও ফ্যাশন ডিজাইনার (লুভাউ বুটিকসহ বিভিন্ন বুটিক প্রতিষ্ঠান)। ‘সাম্পান’ শিশু কিশোর সাংস্কৃতিক একাডেমির সুন্দর হস্তলিখন বিভাগের শিক্ষক। তার সাহিত্যকর্মের মূল প্রতিপাদ্য, প্রকৃতি, ভালোবাসা, সমাজের সঙ্গতি-অসঙ্গতি, শিশুর অনুভূতি।
প্রকাশিত বই (কাব্যগ্রন্থ): স্বপ্নের গাংচিল, ২০০৪; পড়শি, ২০১১; অনুভব, ২০১৫ (স্বহস্তে লিখিত); হাতটা বাড়িয়ে দাও, ২০১৬ ( স্বহস্তে লিখিত); ছুঁয়ে যাই তোমার মন, ২০১৮ (স্বহস্তে লিখিত)।
কিশোর কবিতা: জল পড়ে পাতা নড়ে, ২০১৭।
যৌথ কাব্যগ্রন্থ: বিমূর্ত সংলাপ, ১৯৯৮; তিন কন্যা, ২০১১; কবিতায় কবি ছয়, ২০১৩; স্বর্গ সিঁড়ি, ২০১৪; সপ্ত শৈলী, ২০১৫; নিসর্গ পদাবলি, ২০১৬।
পুরস্কার: চারণ সাংবাদিক, মোনাজাত উদ্দিন স্মৃতি পুরস্কার, ১৯৯৯; শ্রেষ্ঠ ছড়াকার পুরস্কার, সিলেট ছড়া পরিষদ, ১৯৯৯; শ্রেষ্ঠ ছড়াকার সম্মাননা, মাসিক ছড়ার ডাক, ২০০১; ড.আশরাফ সিদ্দিকী ও সাঈদা সিদ্দিকী ফাউন্ডেশন পুরস্কার, ২০০৭; জাগরণী সাহিত্য সংসদ সম্মাননা, ২০১২; দৈনিক ইত্তেফাক বন্ধু স্মারক ও ফাতেমা ফাউন্ডেশন সম্মাননা, ২০১৬।
বুটিক সেরা নকশাবিদ ( ডিজাইনার) পুরস্কার, অনন্যা ম্যাগাজিন, ফ্যাশন বাজার ম্যাগাজিন, আনন্দভুবন ফ্যাশন ম্যাগাজিন আয়োজিত সেরা নকশাবিদ পুরস্কার, (২০০৯/২০১০/২০১১/২০১২/২০১৩/২০১৮ ও ২০১৯)।
ই-মেইল: shahanarajharna@gmail.com