সাইফুল্লাহ মাহমুদ দুলাল। কবি, নাট্যকার ও সাংবাদিক। ১৯৫৮ সালের ৩০ মে শেরপুরে জন্মগ্রহণ। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ৫০টি। তিনি মূলত কবি হলেও শিল্প-সাহিত্যের সব শাখায় বিচরণ করছেন। তাঁর কবিতায় গ্রাম বাংলা থেকে শুরু করে নগরায়ন, নাগরিক জীবন, জীবনের জটিলতা, প্রেম, পরবাস, পরাবাস্তব প্রভৃতি প্রতিফলিত হয়।
পেশাগত জীবন: ছাত্রাবস্থায় দৈনিক ইত্তেফাকের মফস্বল সংবাদদাতা হিসেবে সাংবাদিকতার জীবন শুরু। পরে দেশের বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় কাজ করেন। ১৯৮০ সালে সরকারি চাকরিতে যোগদান। ১৯৯৬-এ খালেদা জিয়ার শাসনামলে (মে. জে. আনোয়ার কবীর তালুকদার কর্তৃক) বাধ্যতামূলক অবসর। তারপর স্বাধীনভাবে লেখালেখি, সম্পাদনা ও প্রকাশনার কাজে মনোনিবেশ। প্রবাসী বাঙালিদের জন্য নিউজ এজেন্সি ‘স্বরব্যঞ্জন’ প্রতিষ্ঠা করেন। প্রবাস থেকে প্রকাশিত (যুক্তরাষ্ট্র থেকে অধুনালুপ্ত সাপ্তাহিক প্রবাসী, সাপ্তাহিক আমার পক্ষে, মাসিক পরিচয়, সাহিত্য পত্রিকা আকার-ইকার, মাসিক অভিমত; কানাডার থেকে সাপ্তাহিক প্রবাস বাংলা, সাপ্তাহিক ঢাকা পোস্ট, পাক্ষিক দেশ দিগন্ত, মাসিক বাংলাদেশ, সাহিত্য পত্রিকা বাংলা জর্নাল; জাপানের মাসিক মানচিত্র, মাসিক আড্ডা টোকিও, বিবেক বার্তা; অস্ট্রেলিয়ার সাপ্তাহিক স্বদেশ বার্তা প্রভৃতি) পত্রিকার সাথে যুক্ত। টরেন্টো থেকে প্রকাশিত অধুনালুপ্ত সাপ্তাহিক বাংলা রিপোর্টারে প্রধান সম্পাদক ছিলেন। বর্তমানে দৈনিক ইত্তেফাকের কানাডার বিশেষ প্রতিনিধি।
এছাড়া বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন, একুশে টিভি, চ্যানেল আইসহ বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত। বিটিভির শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান ‘দৃষ্টি ও সৃষ্টি’র উপস্থাপক। তাঁর লেখা বেশকিছু গান ও নাটক বিপুল জনপ্রিয়তা পেয়েছে। বিভিন্ন মিডিয়ায় প্রচারিত নাটকসমূহ সাযযাদ আমিনের কথা, জাকির, সাদিকের জীবন ও সাহিত্য, বৃক্ষ বন্দনা, মুহম্মদ আলির চিঠি, ভালোবাসি ভালোবাসি, ওডারল্যান্ড, শাখা ও শেকড়, বৈশাখী ইত্যাদি। ‘ও ও বাংলাদেশ, বাংলাদেশ’, ‘এ দেশ আমার মায়ের আরেক নাম’, ‘ঐ পতাকায় তাকিয়ে দেখি আমার মায়ের শ্যামলা মুখ’…সহ বেশ ক’টি জনপ্রিয় গানের রচয়িতা। ‘বর্তমানে কানাডায় ১৯৭১’ নিয়ে গবেষণা করছেন। প্রকাশক: স্বরব্যঞ্জন এবং পাঠশালা।
পুরস্কার: সূচিপত্র সাহিত্যপত্রের জন্য তিনবার মুক্তধারা একুশে পুরস্কার ১৯৮৭, ১৯৮৮ এবং ১৯৯২; শিল্প সাহিত্যে শেখ মুজিব গ্রন্থের জন্য জাতীয় গ্রন্থকেন্দ্র পুরস্কার ১৯৯৭, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জাতির জনক বঙ্গবন্ধু পদক ১৯৯৬ ; জাপান থেকে বিবেক সাহিত্য পুরষ্কার ২০০৫, পশ্চিমবঙ্গ থেকে কাব্যশ্রী খেতাব ১৯৭৭ এবং মাইকেল মধুসূদন পদক ২০০৫ সালে।
বিটিভিতে উপস্থাপনা করেছেন শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান ‘দৃষ্টি ও সৃষ্টি’। প্রবাসের সংবাদপত্রের জন্য ঢাকায় প্রতিষ্ঠা করেছেন নিউজ মিডিয়া ‘স্বরব্যঞ্জন’ এবং ‘পাঠশালা’ প্রকাশনা সংস্থা। শিল্প-সাহিত্যের সব শাখাই তিন দশক ধরে জড়িত। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঞ্চাশ। উল্লেখযোগ্য গ্রন্থ- তৃষ্ণার্ত জলপরী, একি কা- পাতা নেই, নিদ্রার ভেতর জেগে থাকা, নির্জনে কেনো এতো কোলাহল, নীড়ে নিরুদ্দেশে, শিল্পসাহিত্যে শেখ মুজিব, কানাডায় যাবেন কেনো যাবেন, বীর বিচ্ছু, কাছের মানুষ দূরের মানুষ প্রভৃতি। তিনি জাতির জনক বঙ্গবন্ধু পদক, মাইকেল মধুসূদন দত্ত পুরস্কার, মুক্তধারা সাহিত্য পুরস্কার, সৈয়দ নজরুল ইসলাম পদকসহ অনেক সন্মাননা পেয়েছেন। এছাড়া টরন্টোর অধুনালুপ্ত সাপ্তাহিক বাংলা রিপোর্টারের প্রধান সম্পাদক ছিলেন। বর্তমানে সপরিবারে কানাডায় বসবাস করছেন।
কাব্যগ্রন্থ: তৃষ্ণার্ত জলপরী, ফেব্রুয়ারি ১৯৮২; তবু কেউ কারো নই (নাসিমা সুলতানের সাথে যৌথ), এপ্রিল ১৯৮৫; অপেক্ষায় আছি প্রতীক্ষায় থেকো, ফেব্রুয়ারি ১৯৮৭; শহরের শেষ বাড়ি, জানুয়ারি ১৯৯১; ঘাতকেরহাতে সংবিধান, ফেব্রুয়ারি ১৯৯০; একি কাণ্ড পাতা নেই, ১৯৯৫; দ্রবীভূত গদ্যপদ্য, ১৯৯৯; ঐক্যের বিপক্ষে একা, ফেব্রুয়ারি ২০০০; মুক্তিযুদ্ধের পঙক্তিমালা, ২০০১; এলোমেলো মেঘেরমন, ফেব্রুয়ারি ২০০০; নির্জনে কেন এত কোলাহল, ২০০০; পরের জায়গা পরের জমি, ২০০৪; নিদ্রার ভেতর জেগে থাকা, ২০০৪; ঘৃণিত গৌরব, ২০০৫; কবিতাসমগ্র, ফেব্রুয়ারি ২০০৬; নীড়ে নিরুদ্দেশে, ২০০৮; সাতে নেই, পাঁচে আছি, ফেব্রুয়ারি ২০১২; প্রেম বিরহের কবিতা, (শহীদ কাদরী, নির্মলেন্দু গুণ, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর সাথে এক বক্সে), ১৯৯৬; রবি ঠাকুরের প্রাইভেসি, ২০১৫; পাখিদের গ্রামে আজ একটি গাছে সাথে সাক্ষাৎ করার কথা, জানুয়ারি ২০১৭; ফেরোমনের গন্দে নেশাগ্রস্ত প্রজাপতি, জানিয়ারি ২০১৭; তোমার বাড়ি কত দূর, অন্যপ্রকাশ, ২০১৭।
গবেষণা/প্রবন্ধ : সাহিত্যের শুভ্র কাফনে শেখ মুজিব, ১৯৯৩; শিল্প সাহিত্যে শেখ মুজিব, ১৯৯৬; ইনডেমনিটি অধ্যাদেশ: মুজিব হত্যা মামলা; বঙ্গবন্ধুর ছাত্রজীবন; কানাডায় যাবেন কেন যাবেন, ফেব্রুয়ারি, ২০১২; কানাডার কাশিমপুরে খুনি নূর চৌধুরী, ফেব্রুয়ারি, ২০১৬; কানাডার হাডির খরব নাড়ীর খবর, ফেব্রিয়ারি ২০১৭। ।
নাটক: আজ আমাদের ছুটি, মার্চ ১৯৯৭; ওডারল্যান্ড, ২০০২; জাদুকরের উদ্দেশে যাত্রা, ফেব্রুয়ারি ২০০১।
গল্প: তুমি, ১৯৮৭; যাদুকর, ২০১৬; কয়ড়া গ্রামে বুনো হাতি, ফেব্রিয়ারি ২০১৭; ভূতের পাসওয়ার্ড, ফেব্রুয়ারি ২০১৭।
উপন্যাস: বীর বিচ্ছু, ফেব্রুয়ারি ২০১৪; যুদ্ধশিশুর জীবনযুদ্ধ, ২০১৭।
স্মৃতিকথা: কাছের মানুষ দূরের মানুষ, ২০১৬।
ছড়া: একাত্তরের দত্যি, ১৯৮৯; রবি ঠাকুর রবি ঠাকুর ২০০৫; টাকডুমা ডুম ডুম, ২০০৫; পড়ার বই ছড়ার বই, ২০১০।
সম্পাদনা: মুক্তিযুদ্ধ: নির্বাচিত কবিতা, ১৯৮৭; মুক্তিযুদ্ধ: নির্বাচিত ছড়া, ১৯৯০; Poems of Liberation World ॥ Tren by Kabir Choowdhury, ২০০২; বিভিন্ন ভাষায় বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা ২০০৫; মুক্তিযুদ্ধ :নির্বাচিত কবিতা (বাংলাদেশ, ভারত ও বিভিন্ন ভাষায়)২০০৫; কথাশিল্পীদের কবিতা ২০০৫।
ভ্রমণ কাহিনী: কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা, ২০১৫।
তথ্যসূত্র: লেখকের দেওয়া তথ্য ও উইকিপিডিয়া
ইমেইল: saifullahdulal@gmail.com