আমার রূপে অরূপ সেজে
কোন বনে থাকোরে কোকিল, কোনবা বনে বাসা,
আমারে করিল উদাস তোমার মুখের ভাষা
হায়রে, তোমার মধুর ভাষা।
চিরকালের বোকা তুমি জন্ম থেকেই অন্ধ
কেমন করে দেখ তবে আমার ভালোমন্দ,
আমার সাথে আড়ি তোমার আমার সাথেই মেশা,
হায়রে, তোমার মধুর ভাষা।
আমার সাথে কথা বলে চিরকালের বোবা,
আমার রূপে অরূপ সেজে দেখায় রুপের শোভা,
স্বীকার করে নিলেই পারো আমি তোমার আশা,
হায়রে, তোমার মধুর ভাষা।
আঁচলে বান্দিয়া দিলামরে বন্ধু
আঁচলে বান্দিয়া দিলামরে বন্ধু
বন্ধু আমার জীবন খানি
নয়নে গাঁথিয়া দিলামরে বন্ধু,
বন্ধু আমার মরণ খানি।
যেই খানে যাও পাইবা বন্ধুরে,
বন্ধু, আসমান তোমার সাথী
যেই খানে যাও রইবো বন্ধুরে,
মন-পরানে গাঁথি
হৃদয়ে আমার জইলা থাকেরে বন্ধু,
বন্ধু, তোমার মুখখানি।
যেই খানে যাও পাইবা বন্ধুরে, বন্ধু ,
হৃদয় পোড়ার গন্ধ,
যেই খানে যাও পাইবা বন্ধুরে, বন্ধু ,
ভালোবাসার ছন্দ
দুঃখ ছাড়া কেমনে বাঁচিরে বন্ধু, বন্ধু,
রইলো চোখের পানি।
তোমার কি বা ধর্ম মাবুদ আমার কিবা ধর্ম
তোমার কি বা ধর্ম মাবুদ আমার কিবা ধর্ম
ধরমে আমার মন বসে না মানুষ সেবাই কর্ম
মাবুদ তোমার কি বা ধর্ম।
শত মানুষ শত ধর্ম তুমি আকারে-নিরাকারে
শত পথেই ভজন সিদ্ধ বল তোমারই বিচারে,
সেবা চাও না স্তুতি চাও তুমি? বুঝি না তার মর্ম
মাবুদ তোমার কি বা ধর্ম।
মানুষে বিরাজ তুমি তবু মানুষে অবহেলা
কোন কাজে যে খুশি থাক আমার মনে ভীষণ জ্বালা,
আমার দেহে তোমার আত্মা যদি, আমার কি বা কর্ম
মাবুদ তোমার কি বা কর্ম।
বলুন, কতগুলো রাত পোড়ালে পাব একটি দিন
বলুন, কতগুলো দিন হারালে হবে চিরদিন,
আমি পাব একটি দিন।
আমিতো জনি না কতগুলো নদীর মিলন হলে ব্যথার সাগর হয়,
আমিতো জানি না কতগুলো নদী পেরিয়ে গেলে ভালোবাসা ভালো নয়,
পীরিতের কত মালিন্য পোড়ালে প্রেম হয় অমলিন,
আমি পাবো একটি দিন।
আমি তো জানি না এই জনমে আর কোনোদিন পাব কি পাব না
আমিতো জানি না যে ফুল পূজায় লাগে না তার মনের বেদনা,
ভালোবাসার কতটা সীমানা হারালে হবে সীমাহীন
আমি পাব একটি দিন।
তোর লাগিয়া কান্দি
তোর লাগিয়া কান্দি আমি তোর বিরহে কান্দি,
তোর নামটি দমে দমে আমার নামের সাথে বান্ধি
তোর লাগিয়া কান্দি আমি তোর বিরহে কান্দি।
যত দূরে থাকিস বন্ধু থাকিস যেন সুখে,
শোকে তাপে তোর নামটি সদাই আমার মুখে,
আর তো আমার নাইরে আপন জন,
তুই তো আমার বুকের মানিক ধন
সবাই বলে অন্ধ আমি তোরই জন্য ক্রান্তি ,
তোর লাগিয়া কান্দি আমি তোর বিরহে কান্দি।
চোখের জলে পা ধোয়াব যদি ফিরে আসিস,
বুকের আসন বসতে দেব সত্যি মনে রাখিস,
তোর জন্য যে নাইরে চখে ঘুম
নির্ঘুম আমার দুই নয়নের চুম
আমি যে তোর চিরদিনের বিনে পয়সার বান্দি
তোর লাগিয়া কান্দি আমি তোর বিরহে কান্দি।
রাধে গো, মনে আছে নদীর নামটি যমুনা
রাধে গো, মনে আছে নদীর নামটি যমুনা,
ঢেউয়ে ঢেউয়ে কূলের কানে বলে,
অষ্টসখি সহো কেন রাধে আমার আসে না,
মনে আছে নদীর নামটি যমুনা।
রাধে গো, আমিতো সেই গরুর রাখাল,
চিনবে তারে সামনে এসে দাঁড়ালে,
বৃন্দাবনে ঘুমের ভেতর যাকে তুমি হারালে,
সেই বাশি আছে সুরও আছে
তুমি আমি সেখানে আজ থাকি না।
রাধে গো, মথুরাতে চলো ঘুরে আসি,
পাব খুঁজে আমার দালান বাড়ি,
প্রেম পিয়াসী কত প্রেমিক আজও তারা কাঁদে,
আমরাই শুধু আসছি তাদের ছাড়ি,
যুগল ছাড়া আজও তাদের চলে না।