আকাশ ও অহম
আকাশেরও বরফ
ভাঙে
গলে
চলে!
কিছু বরফ শুধু জমে
ভিড় করে মনে
নীথর!
গলে গলে জমে
বিকৃত বরফ।
ভাঙে
গলে
জমে
চলে
আকাশ ও মন
স্থির অহমে
অমূল্যমান!
ব্যতিক্রম
শহর ভরা মানুষ
সাদা ও কালো
ভূতের মতো
বেশির ভাগের হাতে জ্বলে
দুটো উজ্জ্বল হেড লাইট।
তারা হাটে অনির্দিষ্ট!
তারা আসে দ্রুত।
অল্প ক’জনের হাতে
লম্বা ডাটার
সবুজ পাতা ও কাটাওয়ালা
টাটকা দু’গুচ্ছ
টক টকে লাল গোলাপ!
তারা যায় অনন্তে!
তারা আসে ধীরে!
এদের প্রেম সবসময়-ই প্রথম!
এদের বোধ সবসময়-ই আদিম।
ভালো থাকার ভেতরের কথা
ভালো থাকাগুলো
বাইরের পোশাক।
ঢেকে রাখে বিসর্গ-এর এপাশ-ওপাশ,
এক জোড়া অক্ষর।
ঢেকে রাখে অন্তর্বাস!
ভালো থাকাগুলো
ঝা চক চক!
ঢেকে রাখে রোজকার কষ্ট
আটপৌরে মলিনতা
ঢেকে রাখে চাপা দীর্ঘশ্বাস!
মন্তব্য