চটি
সন্ধ্যার ফ্রিজে ঠাণ্ডা মাংস
ফ্যানকে নির্জনতায় পেয়েছে
বাইরের গাছে ঝড়
চাপা দিচ্ছে কান্নাকে
আরশোলার অসহায় আত্মসমর্পণ
ভাবিয়ে তুলছে দেয়ালকে
চৈত্র মাসের অন্ধকারে তার চটি
পড়ে আছে মৃত বিড়াল যেন
দাম্পত্য
বিছানার চোখ খুলে পড়ে আছে
অনেক আঁকা ফুলের ওপর
প্রজাপতি উড়ছে
আঙুলের এই ঘুম সহ্য না হলেও
ঘরকে মানিয়ে নিতে হয়
সব সময় ছক্কা পড়ার কথা নয় ভেবে
এই খুদে পুঁটকেই
অপেক্ষা একটা বৈশাখীর
এলোমেলোর পর নতুন গন্ধলাগা জামার
বসন্তকালীন
মোষের চোখের নিচে সূর্যাস্ত
তুলে নিলে হঠাৎ একা সাইকেল
সেখানে বসন্তকালীন রোদ
রেখে যায়নি ঝরা মুকুলের জীবন
শুধু উড়ে আসা খুরের ধুলো
আড়াল করে হঠাৎ জমে ওঠা
প্রেমের আলো আর তার জোড়া দুল
দূরের নিম গাছে খুব ঝগড়া লেগেছে
বিহঙ্গ সংসারে আর কচি পাতারা হাসিতে
নাড়িয়ে দিচ্ছে ডাল
মন্তব্য