ফাসুর ফুসুর
মোড়ে মোড়ে বাড়ছে ভিড়
মানুষজনও নেইতো ধীর
কানে কানে ফাসুর ফুসুর—
ফাঁস,
নির্বাচনে কে বল দেখি—
করবে এবার পাস!
বাদামঅলা—চায়ের দোকান
মাইক বেজে ধাপা দু’কান
উত্তেজনার ঝড়ের পরে
কার পড়বে লাশ—
কানে কানে ফাসুর ফুসুর
কে করবে পাস!
নেতার বচন
বোমা ফুটিলে ফোটাও
নির্বাচনে জেতাও
যতই লাগুক চকচকে নোট
আমার বাক্সে চাই পড়া ভোট—
নইলে তোমার গাড়ি যাবে
ঢাকার দুটো বাড়ি যাবে
সঙ্গে যাবে চাকরিটাও—
বলতে থাকো ভোটটি দাও…
বোমা ফুটিলে ফোটাও
নির্বাচনে জেতাও
জিতলে পরে বাড়ি দেবো
চার চাকারও গাড়ি দেবো
জনগণের রক্ত চুষে—
দিয়ে দেব, যা চাও!
নেতাসঙ্গ
বইছে এখন নির্বাচনি হাওয়া—
আর কি হবে আমার বাড়ি যাওয়া!
নেতা যাবেন পথে-ঘাটে
কাদাপায়ে দূরের মাঠে
কৃষক-জেলের বুক মিলিয়ে
নরম সুরে যায় যদি ভোট পাওয়া।
যেতে যেতে সালাম-কালাম
চেয়ে নেবেন দোয়া
দুচোখে নেই ঘুম কখনো
একটুও নেই শোয়া!
বইছে এখন নির্বাচনি হাওয়া—
আর কি হবে আমার বাড়ি যাওয়া!
মন্তব্য