কোথায় লুকাইছো
আমার মনে ব্যথা দিয়া
বন্ধু কোথায় লুকাইছো
আরে বন্ধু
কার মনেতে মন বান্দিয়া বন্ধু কার বুকে ঘুমাইছো
আমি যেদিন ছিলাম আপন
সেদিন কেউ ছিল না
এত পাষাণ হইলা রে বন্ধু
তোমার আপন কোন জনা
আমার মনে রঙ লাগাইয়া কোথায় গিয়াছো
আমারে ছাড়িয়া গেলা
দুঃখ দিয়া অন্তরে
বিচার একদিন হবে তোমার
ও প্রাণ বন্ধুরে
ফুল না দিয়া কাঁটার আঘাত আমায় দিয়াছো
সাইফুল রুমী ভেবে বলে
প্রেম কইরো বুঝে শুনে
না বুঝিয়া মন দিয়া যাইও না কেউ স্বপ্নটা বুনে
কার প্রেমেতে পইরা রে মন
মনটা বিলাইছো
পর মানুষের নালিশে
বন্ধু আমায় ভুল বুঝিল
পর মানুষের নালিশে
লোকে আমায় জিজ্ঞেস করে
আমার ঘর ভাঙিলো কিসে রে
সুখে দুঃখে ছিলাম দুজন
রাখিয়া পরানে পরান
এত ভালোবাসলাম তবু ভাঙলো না তার অভিমান
তবে কি তোর ভালোবাসায় সবই ছিল মিছে রে
ভাবিয়া না পাই আমি
করিলাম কার ক্ষতি
কোন বা দোষে দয়াল আমায়
দিলা এমন দুর্গতি
সব কিছু নষ্ট হইলো অবিশ্বাসের বিষে রে
সাইফুল রুমী ভেবে বলে
কান্দিস না রে অভাগী
যা হবার তা হইয়া গেছে
কান্দিস কেন তার লাগি
এখন তো আর লাভ হবে না ঘুরে তাহার পিছে রে।
করলে সাধন
ডুব দিয়ে দেখ রে ওমন
এই না ভব মাঝারে
করলে সাধন সব মেলে এই সংসারে
বিশ্বাস আর সাধনাতে প্রেম চলে স্বর্গ রথে
বিশ্বাসে বীজ কর রোপণ তোমার ঐ না অন্তরে
করলে সাধন সব মেলে এই সংসারে
মন না বুঝে দিও না মন
মিছে মায়ার এই না ঘরে
সাধন ছাড়া যায় না পাওয়া
ঐ না জগৎ স্বামীরে
করলে সাধন সব মেলে এই সংসারে
ডুব দিয়ে দেখরে ওমন
এই না ভব মাঝারে
করলে সাধন সব মেলে এই সংসারে।