আত্মহত্যার আগে
আত্মহত্যার আগে আরও কিছু ভালো কবিতা লেখা দরকার ছিল,
স্ত্রীকে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার প্রয়োজন ছিল,
সন্তানদের আরও কিছু জরুরি উপদেশ দেওয়া বাকি রয়ে গেলো।
আত্মহত্যার আগে বাবার সাথে একবার দেখা করা দরকার ছিল-
জীবননান্দের সাথেও। ঘুরে আসা উচিত ছিলো শৈশবে।
আয়না দেখার স্বাদটাও অপ্রকাশিত প্রচ্ছদের মতো থেকে গেলো অপূর্ণ!
এবং একটি গান শোনার ইচ্ছে ছিল, এবং কিছু ভালো বইপড়া…
আত্মহত্যার আগে এবং আত্মহত্যার পরেও
বাংলাদেশকে আর একটু অধিক ভালোবাসার প্রয়োজন ছিল।
আত্মহত্যা এক ধরনের কবিতা
আমার আত্মহত্যার সাথে ফ্রান্সের কোনো সম্পর্ক ছিল না।
আত্মহত্যা এক ধরনের কবিতা; এই কবিতার কিছু পাঠক
জন্মসূত্রে ফরাসি। তারা তাদের পিতৃভূমির প্রতি খুব বিরক্ত!
সুইসাইড
বিষ, বেদনায় ক্ষয়ে ক্ষয়ে
স্বদেশে ফিরে বিদেশি হয়ে!
এই নিবাস অন্ধকার নাকি আলোর ঝিকিঝিকি!
আত্মহত্যা কয় প্রকার, কী কী?
কিসের চাকফি, কিসের কাপ, কিসের কী পাপ,
চলন্ত ট্রেনের নিচে অথবা নায়াগ্রার জলে খাঁপ,
ঘুমের বড়ি,
ঝুলন্ত দড়ি,
নাকি ছুরি-ব্লেড, বিষপান!
নিঃস্প্রাণ!
বিশ্বাস করো বোন, বিশ্বাস করো ভাই
পরবাসও সেই তালিকায়!