ফেলছে না আর চোখের মটক
আমার বিয়ের ঘটক
এইদিকে ফের পাত্রি মনে
যাচ্ছে খুলে ফটক।
দুই দিকে দুই নৌকা ভাসা
নাওয়ের কাঁধে আমি
ওপার থেকে একটা মেয়ে
ডাকছে বলে:— স্বামী।
বইছে মনে ঘোরের হাওয়া
ফুটন্ত যৌবনে
প্রেম ব্যাটা তো যাচ্ছে ছুটে
ভয়ের চোটে বনে।
আমি এবার কোথায় যাব
ত্রিভুজটানা রণে!
জলে-স্থলে ফুটছে তারা
মূলত তিনজনে।
ওদের মাঝে গলে যাব
উপোস করা চলে?
তার চে ভালো ইচ্ছেগুলো
ডুবিয়ে দেই জলে।
মন্তব্য