ফাউল
ফাউল করছে ইতর ভদ্র
ফাউল হচ্ছে যত্রতত্র
জার্সি টানছে, আটকে দিচ্ছে
ফিতায় বন্দি ফাইলপত্র।
ফাউল করছে ঠাকুর-মোল্লা
ফাউল করছে নিক্তিপাল্লা
গুঁতোর ঠ্যালায় মরছে মানুষ
বলছে, ‘বাঁচান আপনি আল্লা।
ফাউল হচ্ছে অলিতে গলিতে
চলিতে বলিতে ঢলিতে ঢলিতে
ছোটদের কান আহা কী নরম
মজা পাই খুব মলিতে মলিতে।
শিক্ষক থেকে পাড়ার বেপারি
ফাউল করছি যখন যে পারি
অসহায় জনে চিৎকার করে
বলছে বাঁশিটা বাজাও রেফারি।
আকাম্মা
তোর ভাষাতে আমি নাকি ‘বখাটে’
আমি বলি,
আদর করে ‘ব’ কেটে তুই ল খাটে।
কথায় কথায় আমায় বলিস ‘বর্বর’
আমি বলি,
একখানা ‘বর’ কেটে আমায় কর বর।
এই কথাতেই বললি হেঁকে ‘আকাম্মা’
আসলি তেড়ে ওরে বাবা
আমি বলি, ‘থাক আম্মা’।
ধুলি নয়
ছোট ছোট কথা আর
ছোট ছোট পা
হেলেদুলে যায় কে রে?
এই যে খোকা।
নাদুসনুদুস হাঁটে
আদুল গায়ে
এই যাহ্ পড়ে যায়
নরম পায়ে।
সোনার দলায় লাগে
ধুলির কণা
ঝেড়ে মুছে সাফ করে
মমতায় মা।
ধুলি নয় ধুলি নয়
সোনা ও রূপা
খোকা ফের হেসে তাই
বাড়ায় দু’ পা।