ডেরা
অনেক দিন পর হয়তো মনে হবে
ডালিমের ত্বকে পানির ফোঁটার মতো
আমাদের দেখা হয়েছিল
হল্লা শেষে
ফিরে এসেছি আমরা যে যার ডেরায়
মোহ
আজও মোহ খুলে দেওয়া দেহ চিরে
যে জাদুকর কোঁকড়া চুলের ঢেউয়ে
উড়িয়ে দিচ্ছে মুগ্ধ সন্ধ্যার পাখিগুলো
তার হাসিও বাদামবিক্রেতার মতো
কল্পতারা
মুগ্ধতার আড়ালে সর্বহারা দহনে
শিস দেওয়া পাখি যদি গান গেয়ে ওঠে
মানুষের মনের গভীরে কল্পতারা
ফোটে, প্রকৃত সবুজে স্মৃতি মুছে যায়
মন্তব্য