এক.
মিথ্যা বলা শিখেছি বলে ইদানীং ভুগছি আত্মশ্লাঘায়
যদিও মিথ্যুকেরা বলে চেনা হয় নাই একটা বর্ণমালা
শব্দ নির্মাণ, বাক্য গঠন তো দূর অস্ত প্রায়
প্রেমিকার কাছে, বসের সকাশে কী শিখলাম তাহলে…
দুই.
তোমাদের সঙ্গে যাব বলে, বাড়ালাম যখন পা
জিরানোর নামে বললে তোমরা, প্লিজ একটু খাড়া
তোমাদের সঙ্গে খাড়াব বলে হলাম যখন সটান
খাম্বা ডেকে শোনালে তখন ঘুম পাড়ানিয়া গান
গান ভালোবেসে বললাম আমি ‘হাস্তা লা ভিক্তোরিয়া সিওমপ্রে’
‘হাস্তা লা ভিক্তোরিয়া সিওমপ্রে’, বিজয় না হওয়া পর্যন্ত লড়াই করো
তোমরা তখন গোছাতে আখের, ছুটলে আপন দলে
দল না পেয়ে একলা হলাম, একলা থাকি জন্মসূত্রের মতো
‘হাস্তা লা ভিক্তোরিয়া সিওমপ্রে’, একলা হওয়ার গান
বিপ্লব দীর্ঘজীবী হোক, তোমাদের সঙ্গে না যাওয়া কবিতা
দুনিয়ার মজদুর এক হও, নাভিমূলে ধ্বনিত প্রিয় প্রত্যয়…
মন্তব্য