বৃন্দাবন
আপনারে ঘৃণা করা যায়, আপনারে বাসা যায় ভালো
অনেক বিরহের পর, এই আমার মনে হলো—
প্রেম হলো মনে করা, মনে হলেই হয়;
ফোটে সে তেমন রূপে, মানুষ মূলত ফুল
ফুটিতেছে পৃথিবীতে, ঝরিতেছে সারাবেলা
ভালো আমরা বাসতে পারি অনেক, আরও কিছুদিন।
লৌকিক সাবান
ভালোবাসা হলো নতুন ফ্লেভার, আবিষ্কার—
ঋতুতে ঋতুতে কতকিছু মেলে প্রকৃতিতে, প্রাণে
গরমের কালে যেমন ফলে রসালো তাল
পাকা তাল। প্রেমে হয়ে যাক লৌকিক সাবান
ঘন নির্যাসে, যেন সোনা সে তরল গলতেছে গায়
মাখো তুমি স্নানের আগে, গাঢ় প্রেম চর্চায়।
ডাকাতিয়া
আগুন আবিষ্কারের পরই মাংস আরেকটু সুস্বাদু
ঝলসে নেওয়ার পরে প্রেমেরও স্বাদ বাড়ে—
আমি জ্বালিতেছি আগুন তুমি ঝাঁপ দিয়ো অন্তরে
মুছতে ক্ষত অবিরত, মানুষ মুছে যায়
ডাকাত হয়েই আসো বরং মনের সকল দরজায়।
প্রাগজ্যোতিষ
যত কাছে তুমি রাখতে পারো, আছি তত কাছে
প্রেমরূপে শরীর এখন বাতাসে ভাসিতেছে—
তুমি ছুঁয়ে দেখো নিজেরে, জেগে ওঠে আমি
মর্মরে বাজে মন যেমন ভেঙে যায় কাঁচ
অসংখ্য রূপে সে ধরতেছে, তোমারে আগামী
প্রেম হলো প্রতারণা, নিজেরে ঠকায়ে বাঁচা
সহজে আমরা বলি আমি তোমাকে ভালোবাসি।
মহাসমুদ্রে
তোমার স্বর জাদুকর, জগতে তৈরি করে বিভ্রম
সে চতুর্মাত্রার মাঝে খুলে দেয় পাজরের ভাঁজ
হাওয়ায় মনে হয় যেন আছ পাশেই, পাখনায়—
সমস্ত দূরত্বের দৃশ্যে হৃদয় বুনে দিচ্ছে তোমারে
আমারে অসীম করে তুলিতেছ, তুমি প্রেমে।
আরও পড়ুন: দুই বউ ও অন্যান্য ॥ মনোজিৎ মিত্র