দীর্ঘ কবিতা আঙ্গিক হিসেবে বহুল সমাদৃত। বহুল সমাদৃত বটে, কিন্তু বহুল পঠিত নয়। পাঠক-সমালোচক-কবি দীর্ঘ কবিতার নামে সমীহে মাথা নত করে, কিন্তু পাঠ করে না। পাঠ করে না এই জন্য যে, মনোযোগ ধরে রাখা কঠিন। অধিকাংশ পাঠকই পরিশ্রমবিমুখ। অল্পশ্রমে বেশি মুনাফা অর্জনই বর্তমান কালের প্রধান লক্ষ্য। তাই দীর্ঘ কবিতার পরিবর্তে এখন প্রায় অনুকবিতার চর্চায় কবিদের সময়ের অপচয় হচ্ছে। এরই মাঝে চিন্তাসূত্রের আমন্ত্রণে দীর্ঘ কবিতা লিখেছেন কয়েক জন।
সূ । চি
সাগরিকা ট্রেন ॥ রফিকুজ্জামান রণি
গান শোনার প্রাণ হলো না মানুষের ॥ আনিফ রুবেদ
তিথির অঢেল চিরে ॥ সাজ্জাদ সাঈফ
ঝিরির ঢঙে ডালিম ঢলে ॥ নকিব মুকশি
সান্ধ্যকোরাস ॥ সানাউল্লাহ সাগর
মন্তব্য