যার কারণে পাগল হলাম
যার কারণে পাগল হলাম সে ‘করিল’পর
ভাঙলো আশা ভালোবাসা ভাঙলো সুখের ঘর।
যার কারণে কদম তলায়
উঠিল গান রাখাল গলায়
তার কি দেখা পাবে খুঁজে কাঁদলে জনম ভর?
একতারাটা তুললে হাতে হয় না বাউল কেউ
নদীরে কেউ কয় না সাগর যতই উঠুক ঢেউ।
কালো কোকিল এই ফাগুনে
পুড়ে মরে কোন আগুনে
সে আগুনে ঝাঁপ দিলে কি বাঁচবে মনোহর?
রাত ভেসে যায়
রাত ভেসে যায় চাঁদের আলোয় চাঁদ গলে যায় মনে
মেঘের পরী গান গেয়ে যায় গোলাপ-চাঁপার বনে।
ভেজা চুলের যে ঘ্রাণ ভাসে
তারই আশায় ভ্রমর আসে
গুনগুনিয়ে গান শোনাতে দখিন সমীরণে।
এমন রাতে সে জেগে রয় যে ভুলেছে ঘর
মগজ-জুড়ে হাজার প্রশ্ন তোলে ভীষণ ঝড়
হৃদয়ে যার ঝড় উঠেছে
দূর আকাশ সে ছুটেছে
মনের গোপন কথা এবার বলবে ক্ষণে ক্ষণে।
রাত নেমেছে
রাত নেমেছে চোখের পাতায় রাত নেমেছে মনে
কোকিল ডাকে পাতার ফাঁকে অচেনা কোন বনে?
বনের খোঁজে পাখি ওড়ে
পথ চেয়ে কার হৃদয় পোড়ে
সেই ভাবনায় দিন কেটে যায় বোঝে না কোন জনে?
প্রজাপতির কাটলে ডানা বেঁচেও সে মরা
ফিঙে যদি ধেয়ে আসে অমনি খাবে ধরা।
জীবন মরণ এই দুনিয়ায়
হাটবাজারের জুয়ারে ভাই
সেই কথাটাই ভাবো রে মন প্রতিক্ষণে ক্ষণে।