রফিকুজ্জামান রণি—কবি ও কথাশিল্পী। জন্ম: ৩০ ডিসেম্বর, ১৯৯২ খ্রিষ্টাব্দ। চাঁদপুরের কচুয়া উপজেলায়। দোঘর গ্রামে। চাঁদপুর সরকারি কলেজ থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন করে কুমিল্লা বঙ্গবন্ধু ল’ কলেজ থেকে আইন বিষয়ক ডিগ্রি লাভ করেন। বর্তমানে চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন। যুক্ত আছেন একাধিক ছোটকাগজ প্রকাশনার সঙ্গেও।
এই পর্যন্ত প্রকাশিত গ্রন্থগুলো হলো, ‘ধোঁয়াশার তামাটে রঙ’, ‘দুই শহরের জানালা’, ‘মুঠো জীবনের কেরায়া’ ও ‘চৈতি রাতের কাশফুল।’
সাহিত্যচর্চার স্বীকৃতি হিসেবে পেয়েছেন জেমকন তরুণ কবিতা পুরস্কার-২০১৯, জেলা প্রশাসক পুরস্কার- ২০১৮; এবং মানুষ তরুণ লেখক পুরস্কার-২০১৯; দেশ পাণ্ডুলিপি পুরস্কার-২০১৮; নাগরিক বার্তা লেখক সম্মাননা-২০১৯; চাঁদপুর সাহিত্য একাডেমি পুরস্কার-২০১৪; স্বরচিত কবিতাপাঠ জেলা শিল্পকলা একাডেমি পুরস্কার-২০১৬; জাতীয় সাহিত্য পরিষদ সম্মাননা-২০১৪; দৈনিক চাঁদপুরকণ্ঠের বিশেষ সম্মাননা-২০১৫; ছায়াবাণী লেখক সম্মাননা-২০১৬; পাঠক সংবাদ লেখক সম্মাননা-২০১৯, শপথ সম্মাননা-২০১৯ ও ফরিদগঞ্জ লেখক ফোরাম সাহিত্য পদক- ২০১৩।