ফারুক সুমন—কবি ও প্রাবন্ধিক। জন্ম- ১ মার্চ ১৯৮৫। শাহরাস্তি, চাঁদপুর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক, স্নাতকোত্তর (প্রথম শ্রেণি) এবং এম.ফিল (২০১৪) ডিগ্রি অর্জন। অ্যাকাডেমিক কৃতিত্বের জন্য পেয়েছেন ‘নিপ্পন ফাউন্ডেশন অব জাপান’ (২০০৬) শিক্ষাবৃত্তি।
২০১৯ সালে দিল্লিতে অনুষ্ঠিত ‘সার্ক সাহিত্য সম্মেলন’ এবং ‘নেপাল আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন’-এ যোগ দিয়েছেন। সম্পাদনা করেছেন (যৌথ) লিটল ম্যাগাজিন ‘অক্ষৌহিণী’। ব্যবস্থাপনা সম্পাদক ‘পোয়েম ভেইন বাংলা’।
লেখালেখির স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ‘রউফিয়ান রিদম সাহিত্য সম্মাননা-২০১৬’ ‘উচ্ছ্বাস প্রহর সাহিত্য সম্মাননা-২০১৯’ ও ‘সমতটের কাগজ লেখক সম্মাননা-২০২০’।
প্রকাশিত গ্রন্থগুলো
১। শামসুর রাহমানের কবিতা: নগর-চেতনা ও নাগরিক অনুষঙ্গ (গবেষণাগ্রন্থ)
২। অচঞ্চল জলের ভিতর নিরাকার বসে (কাব্যগ্রন্থ)
৩। আঙুলের ডগায় সূর্যোদয় (কাব্যগ্রন্থ)
৪। শিল্পের করতালি (প্রবন্ধগ্রন্থ)
৫। বিচঞ্চল বৃষ্টিবিহার (অডিও কাব্যগ্রন্থ)
৬। শিল্পের সারগাম (প্রবন্ধগ্রন্থ)
৭। ভ্রমণে অবাক অবগাহন (ভ্রমণগদ্য)
৮। শামসুর রাহমানের কাব্যস্বর (প্রবন্ধগ্রন্থ)
পেশা: শিক্ষকতা। বর্তমানে ‘বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ’(রাইফেলস কলেজ, বিজিবি সদর, পিলখানা, ঢাকা)-এ বাংলাবিষয়ে অধ্যাপনায় নিয়োজিত আছেন। ইমেইল: [email protected]
সংযুক্তি: ফারুক সুমনের প্রবন্ধ: কাব্যগন্ধী আনন্দফুল ॥ গোলাম সবুর