০১.
নদীর কথাটি ঢেউয়ে ঢেউয়ে
অবগাহনেই বুঝে নাও
পথের কথাটি পথের বাঁকে
পথিক তুমি তা খুঁজে যাও।
বৃক্ষের কথা শাখায় শাখায়
মনের কথাটি চোখের ভাষায়
মানুষের কথা মানুষে মানুষে
সকলের মাঝে খুঁজে নাও।
আকাশের কথা আকাশ নীলে
বাতাসের কথা নিঃশ্বাস নিলে
মাটির গল্প মাটির পরে
কান পেতে তুমি শুনে নাও।
০২.
ও সময়ের শেষ ক্ষণ
যেতে যেতে যাও বলে
তোমার আমার দেখা কি হবে না আর
এই দেখা শেষ হলে।
ভালোবেসেছিলে তাই এসেছিলে কাছে
যা ছিল দেবার সব বৃথা পড়ে আছে
দু’হাত ভরায়ে শূন্য দু’হাতে
তুমি হেসে যাও চলে।
এ ঋণের বোঝা জমে জমে যে পাহাড়
বইতে পারি না এখন আমি তো আর
যা কিছু দিইনি সব সঞ্চয়
যেতে হবে পায়ে দলে।
০৩.
একটু পরেই অতীত হবে, এই যে সময়
এসো অনুরাগে ভরিয়ে তুলি, দুইটি হৃদয়।
হারিয়ে যাবে এই যে খুশির, হাসির দিন
থেমে যাবে ফুলের বনে, অলির বিন
কেন তবে তোমার এত অবহেলা
সময় গেলে যায় যে পাওয়া, এমন তো নয়।
আজ থেকে হোক, দুইটি মনের কথোপকথন
ভালোবাসায় সময় বাঁধি, আমরা দুজন
তোমার-আমার এই জীবনের দিনগুলি
গানে গানে, সুরে প্রেমে, হোক সঞ্চয়।