হারুন পাশা— কথাসাহিত্যিক। তিনি ১৯৯০ সালের ১০ নভেম্বর রংপুর জেলার কাউনিয়া উপজেলার তালুক শাহবাজ গ্রামে জন্মগ্রহণ করেছেন। বাবার নাম, আক্কাছ আলী। মায়ের নাম , ফাতেমা ইয়াসমিন।
লেখাপড়া: কাউনিয়া হাইস্কুল, কাউনিয়া কলেজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (অনার্স-মাস্টার্স), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এম.ফিল)।
প্রকাশিত বই: উপন্যাস : ‘তিস্তা’ এবং ‘চাকরিনামা’।
গল্প প্রকাশিত হচ্ছে ২০১২ সাল থেকে। পাশা গল্প-উপন্যাসের বর্ণনায় লেখককে অনুপস্থিত রাখেন। গল্প এক চরিত্র শোনায় আরেক চরিত্রকে। এর ফলে চরিত্রের কথনেই গল্প-উপন্যাসের কাহিনী এগিয়ে যায় শেষ পৃষ্ঠা পর্যন্ত।
পাশা শৈশব-কৈশোরে ছিলেন বঞ্চিত মানুষ। এই বঞ্চনা এবং গল্প শুনতে না পারার অতৃপ্তি আর যন্ত্রণা থেকে মুক্তি পেতে তিনি গল্প বলেন চরিত্রের মধ্য দিয়ে। তার লেখায় উঠে আসে সমাজ, দেশ, মানুষের সংকটাপন্ন জীবনকথা। গল্প-উপন্যাসে গুরুত্ব দেন আঞ্চলিক ভাষা।
পুরস্কার: শওকত ওসমান সাহিত্য পুরস্কার ২০১৯। কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৮।
মোবাইল নম্বর: ০১৯২৫২৫৫৭৯৬
ইমেইল: harunpashaju@gmail.com