ঠিকানাটা ভুল ছিল
ঠিকানাটা ভুল ছিল
তোমার দরজায় গিয়ে পৌঁছাতে পারেনি
অথচ চিঠিটি কাগজ কলম দিয়ে লেখা
ভোরের হাওয়ার মতো অচেনা সুবাস মেখে ছিল
মনে হয় দূর কোন অতীতের ছবি
কুয়াশায় ঢেকে আছে
শব্দগুলো ঝাপসা হয়ে গেছে
পুরাতন কোন শহরের প্রতিচ্ছায়া যেন
কাছে থাকা সব স্মৃতি বিবর্ণ বাতাস গায়ে মেখে
তোমাকে অনেক করে খুঁজে খুঁজে
একটি মীনের ছায়া জলের তলে স্থির হয়ে আছে
অভিমান
একটু ব্যথার মতো জ্বলে
জোনাকির আলো নিভে গেলে
কত পুরাতন ছবি ফুটে ওঠে, আর
তোমার ভেতরে নিজেকেই খুঁজে ফিরি
পাখিদের রঙিন সংসারে
মিহিজালে মেদুর বুননে
সন্ধ্যা নিভে এলে কোথাও কোথাও
যাপনের স্বর মৃদু হয় খুব
পথের ধূলিতে মিশে যায় অভিমান
ভুল আত্মপ্রেমের বিষাদে
ধূসর রাস্তায় হেঁটে গেলে
কখনো ডেকো না আর দূর থেকে কাছে…
কনফেশন
কতটা দূরত্ব হলে
অসুখী ঘুমের পর
শরীরের ঘ্রাণ মুছে যায়
সন্ধ্যার তিমিরে শুধু বিকিকিনি হয় অনুভূতিগুলো
আজীবন ধরে দৃশ্যের পেছনে
সুজনিতে ঢেকে রাখো দেহ
সুরভিত এলাচির ফুলে,
সমস্ত আড়ালজুড়ে
উপেক্ষিত মাছির মতোই
শীতল আরকে চুমুক দিয়েছ বুঝি?
অন্ধকারে রাস্তা ভুলে গেলে
তৃষ্ণার্ত পাথর হয়ে
আনত দৃষ্টিতে ফুটে ওঠে মিথ্যে কনফেশন!