(প্রকৃতি প্রেমী প্রয়াত অধ্যাপক দ্বিজেন শর্মাকে)
টাকা ফুরিয়ে এলে ফাঁকা পড়ে রয়
মদিরার গ্লাস।
মায়া ফুরিয়ে গেলে ছায়া হয়ে রয়
যত হাহুতাশ।
মনোবাঞ্ছা পূর্ণ হলে শূন্য মনে হয়
উপাসনালয়।
ক্ষয়, ক্ষয়, ক্ষয়। কেবলই ক্ষয়ে
যাওয়ার ভয়।
এ এক আজব সিঁড়ি!
একপাশে অভিজাত গোলাপবাগান-
অন্যপাশে মানুষের নাড়িভুঁড়ি।
ঝুলন্ত তারের শরীর ছুঁয়ে একফোঁটা জল।
যেন অবিকল মানুষের আয়ু কাঁপে টলমল।
পিচঢালা পথের উপর-
উবু হয়ে আছে বয়সী বটগাছ।
তারও ইচ্ছে করে মরে যাওয়ার আগে
ছড়াতে ছায়ার ক্যানভাস।
হে প্রকৃতির সন্তান।
প্রকৃতির কোলেই যত শান্তি, যত নির্বাণ।
(নোট: বানানরীতি-সম্পাদনা লেখকের নিজস্ব)
মন্তব্য