একটা মানুষ, একলা উঠোন শূন্য বাড়িঘর
শোক বেদনায় একলা পোড়ে বানভাসা অন্তর
মন বাড়িটা আরোগ্য চায় রোগ সারাবে কে?
রোগ সারাবে সেই মহাজন, মনকে পোষে যে !
অস্থিরতায় উর্বরা হয় পুতুল- বাসর রাত
মশাল জ্বেলে কেউ ধরেনা পাথর ভাঙা হাত
স্থবির এই সভ্যতা হায় খেলছে পাশা রোজ
খুপরি ঘরে স্বপ্ন নিলাম, কেউ করেনা খোঁজ
মুক্তবেণির গন্ধে মাতাল কুটুম পাখির দল
রাজকপালে উল্কি এঁকে শুধুই করে ছল
ভাদ্রপদী প্রহরগুলো বৃথাই বয়ে যায়
একটা মানুষ একলা থাকে, কিসের অপেক্ষায় ?
একলা মানুষ, একটা উঠোন পানপাত্রে বিষ
মুখ খোলেনা, হায় বলেনা, ‘ আমার খবর নিস ‘ !
শনির কাঁটায় হৃদয় ক্ষত রক্তে ভরা মন
নিঝুমরাতে একলা শোনে ভাগ্যেরই রিংটোন
বর্গি আসে, লুট করে সব , মঙ্গা পোড়ায় সুখ
বৈষম্যের বারোমাসি দেয় ভেঙে চাঁদমুখ
বিশ্ব নাচে বদল খেলায় কৌশলি দিন যায়
একটা মানুষ, এসব কিছুর নাগাল তো না পায় !
একটা মানুষ যেদিক তাকায় আঁধার চারিধার
প্রীতিকথার গাঁথা মালা যায় ছিঁড়ে বারবার
সেলিব্রেটি প্রহরগুলো তার জন্য নয়
স্বপ্নগাথা তার জীবনে হয়না সুধাময়
গুগল, অ্যাপল, ফেসবুক কী তার তো জানা নাই
পরিশ্রমের ক্লান্তি নিয়েও পায়না কোথাও ঠাঁই
বর্ষাজলে বিষাদ বাড়ে, হাজার রকম দুখ
ছনের চালে ছিদ্র শত, বুক করে ধুকধুক
কপাল পোড়া দুঃখী সে যে দুঃখেরই গান গায়
একটা মানুষ, কাঁদবে কত—একলা নিরালায় ?
একটা মানুষ, একলা বসত, দুঃখ জনমভর
কষ্ট ব্যথা, সঙ্গে নিয়েই হয় সে লোকান্তর !