একজন সুন্দরীবন
পৃথিবীকে বাঁচাতে আর কোনো কলমের জন্ম হবে না
কলম এখন স্বার্থের কালিতে বিবেক বিকায়
কে তুমি জাতির আঙুল হয়ে স্বপ্ন দেখাও?
তোমাকে বিকেলের নাশতায় সকালের চায়ে কতবার—
কতবার বিক্রি করা হয় জানলে কবর চাপড়াতে।
এখন লজ্জারা বিবস্ত্র হওয়ার আগে যতটা ভাবে—
স্বপ্নের কারিগর স্বপ্ন বিকাতে ততটা ভাবে না।
সিংহের আসন হয়তো থাকবে, কিন্তু সিংহ থাকবে না
হালুম তোমাকে নিয়ে মেকি কান্না হতে পারে
রোড শো হতে পারে বিকলাঙ্গ পরিবেশবাদীর
সচেতনতার বাটখারায় সমন্বয় করতে পারে বুদ্ধিখেকোরা।
প্রতিরক্ষার সবুজ দেয়ালই যখন নিহত বাণিজ্যে
তখন আহত আশার বুলি নিয়ে কথা বলতে চাই না
অবরুদ্ধ এ আবহাওয়া, হাইব্রিড প্রজন্ম ও চেতনা ভোক্তা
তোমার অনুমোদন আছে মোটাতাজা অর্থনীতি হওয়ার—
মাথা তুলে দাঁড়ানোর নয়।
ভাষা নয়, এবার ছিনতাই হলো জিহ্বা, স্বর ও শব্দ
তাই আর কোনো কলম থাকবে না সুন্দরী ও সুন্দরের জন্য।
প্রেমের জৈবসার
নোনা বাতাসের আর্তনাদে হতবিহ্বল আরাম কেদারায় পর্যটক
তুমি কি পতিত-আবেগ তৈরি করো আবেগের রংধনু মেখে
চুমুর আঘাতে লিপস্টিক খসা ঠোঁটের মতো অসহায় পেয়ে
প্রবালের মতো কঠিন ভাড়াটে জীবন সঙ্গিনীকে করো অনুগত
মনে রেখো, খ্যাতির দায়ে পতিতা ও পেট-পতিতা এক নয়
মনের আকাশে আশার অস্তমিত সূর্য নয় ভোরের প্রতিবিম্ব।
বাহুডোরে পূর্ণিমা চাঁদ হয়ে স্বচ্ছ দুধের মতো যে নারী আসে
ভোরের শিশিরে ধোয়া পাকসাফ সবুজ ঘাসের মতো
অথবা প্রেমের জৈবসার হয়ে ভালোবাসার সবজি চাষ করে
কাগজের মতো স্বপ্ন মুচড়িয়ে হৃদয়ভাঙা মুচকি হাসি হেসে
একচামচ সুখে মিষ্টি যে করতে চায় বাস্তবতার চা
আমার স্বপ্নগুলো শান্ত হয়ে ঘুমাতে চায় তার জানুতে।
ও কাঠগোলাপ, জীবনের পাঁপড়িকে নিরাপদ রাখতে—
পূর্ণিমার মতো কয়েক নদী আবেগ না উসকালে কী হয়?
সবুজ হয়ে জীবনটা বিছানায় উৎসর্গ করা পাপ নয়?
আফিমের নেশা তুমি শান্ত হও শীতার্ত ভোরের মতো
হৃদয় হাওড়ে উঠিয়ো না করুণ আর্তনাদমাখা প্রেম
নতুন চরের মতো তোমাকে দখলে ব্যস্ত সভ্য লাঠিয়াল।
খরা
অনুভূতিহীন কলম, কবিতা নয় এবার বেদনা প্রসব করো
স্মৃতিকে মুচড়ে বের করো এক ফোঁটা হাস্যোজ্জ্বল-মুুহূর্ত
যন্ত্র বাস্তবতা বিরহের পাইলিঙে আমাতে গড়ে নিষ্ঠুরতা
জীবিকা ভালোবাসার কলার টেনে শেখাল পাথুরে জীবন
জানো, কাঁদতে না পারার মতো কষ্ট পৃথিবীতে নেই
শুকনো শামুক বোঝে খরায় মৃত হৃদয়ের আর্তনাদ।
হরিণী চোখের চেয়ে ডাগর যে আফ্রোদিতির চোখ
হীরা-ধার হাসি যার ব্যবহার করে অজস্র হৃদয়
বিরহে ভাজা পাকুরা এ জীবন থেকে কোন লাভ?
যদি প্রাণ উৎসর্গে প্রেমের নামতা শেখা না যায়?
প্রেমের পরিযায়ী পাখি মনদীঘিতে সাঁতার কাটো?
শুধু স্মৃতির বাগানে হাসনাহেনার ঘ্রাণ ছড়াও।
ভালোবাসা মানে—কিশোর বোঝে প্রেমিকা ছোঁয়ার অজুহাত
সংসার বোঝে—বিশ্বাসের থালায় দুজনের প্রেমের আহার
জীবনও বোঝে—বিরহের উষ্ণ পানিতে নবজাতক আবেগ
আর কবি বোঝে—অন্তহীন কালে নৈঃশব্দ্যের হৃদয়ে এক বুক গোঙানি।
স্মৃতির ব্ল্যাকবোর্ড
সামাজিকতার মাচায় সীমাবদ্ধ হে পরাধীন চিচিঙ্গা লতা
আমাকে ছুঁয়ে হৃদয়ে আঁচড় বসিয়েছো এ কথা বলবো না
বলবো না এ সাহস ঘাসফড়িঙের উত্তেজনায় ক্লান্ত লাফ
বা পাপের সাবানে গোসল করে সূর্যমুখী হতে চেষ্টা
বা রাতের ময়লা ধুয়ে ক্লান্ত চাঁদ অস্তমিত হওয়ার ভান
বা হৃদয়ের মোনাজাতে এক ফোঁটা বিরহ ঝরিয়ে পবিত্র হওয়া
বা প্রশান্ত মুটকিতে পুরানা চালে ভাতে বাড়ার প্রশিক্ষণ নেয়া
বা পাকা ডুমুর রসে টুপটুপ লাল ঠোঁটের আদিম আস্ফালন।
পাকা ডুমুর-ঠোঁট; আর ডেকো না কাশফুলের নরম স্পর্শে—
ঘুমপাড়ানো মাসীকে এনো না বিষণ্ন হেমন্তের ঘাটে
স্বপ্নসুতোয় বাস্তবতার নকশিকাঁথা সেলাইয়ের চেষ্টা করে
মানুষের মতো আশা নিয়ে বাঁচো বা হতাশা নিয়ে মরো
তবু ডাঙার ব্যাঙ হয়ে আর্তনাদভরা মুহূর্ত নিয়ে ফিরো না
পরকীয়া সহোদরকে মানবিকতার নামতা পড়িয়ো না।
স্বার্থ সুগোল জোছনায় চিড়া ভেজাবে খালি কথায়—
জেনে রেখো, লোকসান আছে বলেই হৃদয়ের আদান-প্রদান
আত্মাকে চিবিয়ে তৃপ্তি পায় বলেই প্রেমের জাবর কাটে জীবন
তাই তো বাইন তালাকের ডাস্টারে মোছে না স্মৃতির ব্লাকবোর্ড।
প্রকৃতির কান্না
পূর্ণিমার আলো কোথাও প্রবেশানুমতি নেয় না
যেমন অনুমতি নেয় না মন তোমাতে প্রবেশের
মনের উঠোনে ভালোলাগা জোছনায় পুড়ছে
তবু বৃষ্টি আছে বলে নদীরা পোয়াতি হয় মাছে
ঊর্বর মাটির বুক স্তন হয়ে শস্য বিলায়।
যার জানুতে ঘুমায় সৃষ্টিশীল হৃদয়ের বেদনা
তাকে কাঁচা হলুদ প্রেমে গোছল দিয়ে লাভ নেই।
অনুভূতির আখ তার বহু আগে গেছে শুকিয়ে
এ যেনো সরকারি আবেগ পায়নি সততার জৈবসার
যাতে পূর্ণিমার বাতাস প্রজাপতির উষ্ণতা ছড়ায় না
যাতে আবেগ ও অনুভূতির ঊর্বরা মাঠ হয় না।
ভালোবাসার তুলতুলে পাটিসাপটা পিঠা হতে পারো
তবু হৃদয়ের চৌচির কাঁচে দেখাতে পারো না প্রতিবিম্ব
ভালোলাগা ভালোথাকা সবকিছু আঁধারের আলনায় রেখে
হতাশায় বোনা ভোরগুলো দিয়ে আর দেখো না স্বপ্ন।
তোমাদের আবেগ ভেজা ঠোঁটে হৃদয় বসিয়ে লাভ নেই
বাস্তবতার কাঠঠোকরা তবে বিরহের বাসা খুঁড়বে।
জীবিকার বোঝা যাকে করে তুলেছে করপোরেট ভাঁড়
তার হৃদয় ঝিনুকে প্রতি ফোঁটা সঞ্চিত আবেগ
প্রকৃতির একফোঁটা কান্না মুক্তার চেয়ে দামে কি কম?