সালাহ উদ্দিন মাহমুদ—গল্পকার, প্রাবন্ধিক ও কবি। জন্ম: ১৯৮৮ সালের ০১ ফেব্রুয়ারি মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের উত্তর উড়ার চর গ্রামে।
বাংলা সাহিত্যে স্নাতকসহ প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর। পেশায় সংবাদকর্মী। বর্তমানে অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে সহ-সম্পাদক পদে কর্মরত। এছাড়া সাহিত্যের ওয়েবম্যাগ চিন্তাসূত্রের সহযোগী সম্পাদক এবং লিটলম্যাগ রচয়িতার সহকারী সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
গল্পের বই: সার্কাসসুন্দরী, নিশিসুন্দরী।
কবিতার বই: মিথিলার জন্য কাব্য।
পুরস্কার: সুনীল সাহিত্য পুরস্কার- ২০০৬, ২০১০ ও ২০১১, কালকিনি প্রেসক্লাব সম্মাননা, এসইএল লেখক সম্মাননা ২০১৬, লেখকবাড়ি পুরস্কার ২০১৭, রকমারি সংবাদ স্টার অ্যাওয়ার্ড ২০১৮।
সংযুক্তি: সালাহ উদ্দিন মাহমুদ: তার কথাসাহিত্য ॥ মিজানুর রহমান মিথুন
মন্তব্য