রঞ্জনা বিশ্বাস—কবি, কথাশিল্পী ও গবেষক। ১৯৮১ সালের ১০ ডিসেম্বর গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার রাধাগঞ্জ ইউনিয়নের খাগবাড়ি গ্রামে খ্রিস্টান পরিবারে তার জন্ম। বাবা নির্মল বিশ্বাস ও মাতা পরিমলা বিশ্বাস। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস ডিগ্রি। কবিতা ও ফোকলোর তার আগ্রহের বিষয়। কবিতাচর্চার পাশাপাশি ফোকলোরচর্চাকেও তিনি ব্রত হিসেবে নিয়েছেন।
প্রকাশিত কবিতার বই: ভুলস্বপ্নে ডুবে থাক আদিবাসী মন (২০০৯), আমি তিনবেলা বৃষ্টিতে ভিজি (২০১০), বেদনার পাথর ও প্রান্তিক দীর্ঘশ্বাস।
রূপকথার সংগ্রহ: জয়নালবাদশা ও রাজপুত্র তাজেম (২০১১)।
গবেষণাগ্রন্থ: বেদে জনগোষ্ঠীর জীবনযাত্রা (২০১১), বাংলাদেশের পালকি ও পালকিবাহক: নৃ-তাত্ত্বিক ও সাংস্কৃতিকধারা (২০১৫), বাংলাদেশের বেদেজনগোষ্ঠীর নৃ-তাত্ত্বিক পরিচয় (২০১৫), সাহিত্যে বেদে সম্প্রদায় (২০১৬), রবীন্দ্রনাথ: কাবুলিওয়ালা, সুভা ও দালিয়া (২০১২)। লোকসংস্কৃতিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ (**), কিতুবীম: হিব্রু কবিতার সাহিত্যমূল্য (**)।
উপন্যাস: বিষ্যুদবারের বারবেলা ।
পুরস্কার: ‘বাংলাদেশের পালকি ও পালকিবাহক’ বইটির জন্য পেয়েছেন ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার-২০১৫’ পুরস্কার।