জাকির জাফরান—কবি, গদ্যশিল্পী। ১৯৭৫ সালের ৪ আগস্ট সিলেটে জন্ম। ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর। পেশায় সরকারি কর্মকর্তা।
জাকির জাফরানের কবিতায় রয়েছে প্রচুর জীবনাভিজ্ঞতার ছাপ, কল্পনার স্ফুরণ। শব্দে, বিষয়ে, ছন্দে, অলঙ্কারে, প্রকাশশৈলীতে তিনি হয়ে উঠেছেন তার সময়ের অন্য দশ কবির চেয়ে আলাদা।
প্রকাশিত কবিতার বই: সমুদ্রপৃষ্ঠা (২০০৭), নদী এক জন্মান্ধ আয়না (২০১৪), অপহৃত সূর্যাস্তমণ্ডলী (২০১৫)।
অনুবাদ: আক্রায় পাওয়া পাণ্ডুলিপি।
পুরস্কার: কবিতার জন্য পেয়েছেন ‘বগুড়া লেখকচক্র পুরস্কার’ ও ‘কবিতা আশ্রম পুরস্কার’।
ই-মেইল : zzafranbd@gmail.com
মন্তব্য