‘চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার’—শিল্প-সাহিত্য-সংস্কৃতির ওয়েবম্যাগ চিন্তাসূত্র প্রবর্তিত একটি সম্মানজনক পুরস্কার। ২০২১ খ্রিষ্টাব্দে এই পুরস্কারের প্রবর্তন করা হয়। বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় ও সাহিত্যবিষয়ক সংগঠন প্রতিষ্ঠায় অবদানের জন্য বছরে একবার এই পুরস্কার দেওয়া হয়।
২০২১ খ্রিষ্টাব্দে প্রবন্ধ, কথাসাহিত্য ও কবিতা—এই ৩ শাখায় ৩ জনকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। ২০২২ খিষ্টাব্দে প্রবন্ধ, কথাসাহিত্য, কবিতা, শিশু সাহিত্য, তরুণ কবি ও সংগঠক—এই ছয় শাখায় শাখায় ৬ জন পেয়েছেন এই পুরস্কার। ২০২৩ সালে ৫ শাখায় ৫জনকে পুরস্কার দেওয়া হয়েছে।
২০২১ খ্রিষ্টাব্দে যারা চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার পেয়েছেন, তারা হলেন—প্রবন্ধে অনীক মাহমুদ, কবিতায় মাহমুদ কামাল ও কথাসাহিত্যে রুমা মোদক।
২০২২ খ্রিষ্টাব্দে চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার পেয়েছেন প্রবন্ধে গাউসুর রহমান, কবিতায় সেলিনা শেলী, কথাসাহিত্যে সাদিয়া সুলতানা, শিশু-সাহিত্যে তৌহিদ এলাহী, তরুণ কবি শাহিন সপ্তম ও সংগঠনে জয়দুল হোসেন।
২০২৩ সালে চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার পেয়েছেন প্রবন্ধে মহীবুল আজিজ, কবিতায় হেনরী স্বপন, কথাসাহিত্যে হাসান অরিন্দম, তরুণ কবি মালেক মুস্তাকিম ও ছোটকাগজ সম্পাদনায় পুনশ্চ সম্পাদক রবু শেঠ।
চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২১ অনুষ্ঠান
চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২২ অনুষ্ঠান