উদয় হাকিম। ভ্রমণ লেখক, সাংবাদিক ও করপোরেট ব্যক্তিত্ব।
জন্ম: ২৫ মার্চ ১৯৭৫।
শিক্ষা: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর।
কর্মজীবন: পেশাগত জীবনে ছিলেন দৈনিক প্রথম আলের সহ-সম্পাদক, দৈনিক আমার দেশের স্টাফ রিপোর্টার, চ্যানেল আই-এর স্টাফ রিপোর্টার, সিএসবি নিউজ-এর সিনিয়র রিপোর্টার, দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার।
এরপর ২০১০ সাল থেকে ২০২১ পর্যন্ত ছিলেন দেশীয় ইলেক্ট্রনিক্স কোম্পানি ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর। ছিলেন রাইজিং বিডির সম্পাদক, পরে উপদেষ্টা সম্পাদক। বর্তমানে দেশীয় অ্যারিস্টক্র্যাট ইলেক্ট্রনিক্স কোম্পানি ভিসতার পরিচালক এবং ঢাকা বিজনেসের সম্পাদক।
তাঁর লেখালেখির প্রধান আগ্রহ ভ্রমণকাহিনি ও ক্রীড়া। তবে ভ্রমণকাহিনি লেখক হিসেবে তিনি সমধিক পরিচিত।
তাঁর উল্লেখযোগ্য বইগুলে হলো:
দার্জিলিঙে বৃষ্টি, কালিম্পঙে রোদ,
সুন্দরী জেলেকন্যা ও রহস্যময় গুহা,
রহস্যময় আদম পাহাড়,
হেলিচেয়ার;
ভূতের মহাসমাবেশ।
পুরস্কার ও স্বীকৃতি:
সমরেশ বসু সাহিত্য পুরস্কার -২০২০
নাইট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড-২০২০
সংশপ্তক পুরস্কার-২০২১