চিন্তাসূত্র ডেস্ক
বইমেলায় প্রকাশিত হয়েছে হারুন পাশার তৃতীয় উপন্যাস ‘বদলে যাওয়া ভূমি’। প্রকাশক, অনিন্দ্য প্রকাশ। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। পাওয়া যাবে সোহরাওয়ার্দী প্রাঙ্গণে বইমেলার ৫ নম্বর প্যাভিলিয়নে।
উপন্যাসট সম্পর্কে হারুন পাশা বলেন, ‘করোনা মহামারি কেন্দ্রে রেখে দেশ-বহির্বিশ্বের বদলে যাওয়া সমাজ, অর্থনীতি, রাজনীতি, প্রকৃতি, মানুষের সম্পর্ক নির্মাণের চেষ্টা করেছি। এ উপন্যাস সামষ্টিক জীবনের আখ্যান। চরিত্র কেবল নিজ দেশ নয়, বাইরের দেশের অর্থনীতি, রাজনীতি নিয়েও কথা বলেছে। এ উপন্যাসের পটভূমি বহির্বিশ্বেরও।’ উপন্যাসটির মুদ্রিত মূল্য ৫০০ টাকা। পৃষ্ঠা : ২৭২।
হারুন পাশা ১৯৯০ সালের ১০ নভেম্বর জন্মগ্রহণ করেছেন রংপুর জেলার কাউনিয়া উপজেলার তালুক শাহাবাজ গ্রামে। শৈশব-কৈশোর কেটেছে তিস্তা নদীর তীর ঘেঁষা গ্রাম তালুকশাহাবাজে। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। অর্জন করেছেন এমফিল অ্যাওয়ার্ডও।
হারুন পাশার প্রকাশিত উপন্যাস: ‘তিস্তা’ (২০১৭), ‘চাকরিনামা’ (২০১৮) এবং ‘বদলে যাওয়া ভূমি’ (২০২০)। তার সব উপন্যাসই পাওয়া যাবে অনিন্দ্য প্রকাশে।
সাহিত্যের স্বীকৃতস্বিরূপ পেয়েছেন ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার-২০১৮’ এবং ‘শওকত ওসমান সাহিত্য পুরস্কার-২০১৯’।