বইমেলা এলো আহমেদ স্বপন মাহমুদের প্রবন্ধগ্রন্থ ‘কবিতার নতুন জগৎ’। বইটির প্রকাশক ঐতিহ্য।
এতে রয়েছে মোট সাতটি প্রবন্ধ। এগুলো হলো ‘কবিতার নতুন জগৎ’, ‘কবির প্রকৃতি’, ‘কবিতার প্রকৃতি’, ‘কবিতা ও বিরোধ’, ‘কবিতা ও জাদুবাস্তবতা’, ‘ফটোকবিতার দেশে’, ‘কবিতার ভাব ও বৈভব’, ও ও ‘আকাশ ভরা সূর্যতারা’।
বইটি সম্পর্কে লেখকের ভাষ্য, ‘কবিতা বিষয়ে আমার চিন্তা-ভাবনা, ধ্যান-ধারণা ও বিশ্লেষণ হাজির করা হয়েছে ‘কবিতার নতুন জগৎ’-এ। বিশেষ করে, বাংলা কবিতার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে এতে। বাংলা কবিতার অচলায়তনকে ভেঙে নতুন আঙিনা তৈরির কথা বলা হয়েছে। ইয়োরোপীয় ভাব ও মেজাজে বাংলা কবিতার যে দশা, তা থেকে বের আসবার সম্ভাবনা কথা বলা হয়েছে।’
বইটির মূল্য রাখা হয়েছে ২০০টাকা।
মন্তব্য